Responsive Menu
Add more content here...

নগদ একাউন্ট খোলার পদ্ধতি ২০২৩।

ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা, নগদ এর ব্যাপারে সকলেরই জানা থাকার কথা। নগদ হচ্ছে বাংলাদেশ সরকারের ডাক বিভাগের একটি ডিজিটাল আর্থিক সেবা, যার মাধ্যমে খুব সহজেই টাকা লেনদেন করা সম্ভব। নগদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১৮ সালের নভেম্বর মাসে। এটি অনেকটা বহুল জনপ্রিয় বিকাশ এর মতই সেবা ব্যবস্থা।

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি নগদ একাউন্ট খোলা সম্পর্কে এবং এর সাথে আরো থাকছে নগদে কিভাবে ব্যালেন্স চেক করবেন। আশা করি বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ লেখাটি পড়বেন।

নগদ একাউন্ট খোলার পদ্ধতি ২০২৩।

 আজকের এই আলোচনায় চলুন জেনে নিই, কীভাবে ঘরে বসেই নগদ একাউন্ট খোলা যায়।

নগদ একাউন্ট দুইভাবে খোলা যায়

1. অ্যাপের মাধ্যমে একাউন্ট খোলা।

2. নগদ এজেন্টের মাধ্যমে একাউন্ট খোলা।

নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট খোলার পদ্ধতি

আমরা অনেকেই নগদ অ্যাপ থেকে একাউন্ট খুলতে চাই যা অনেক সহজ পদ্ধতি। আপনি যদি ঘরে বসেই আপনার নিজের নগদ একাউন্ট খুলতে চান তাহলে আপনার নিচের বিষয়গুলো অনুসরণ করতে হবে। নিচের এসব বিষয় অনুসরণ করলে আপনি সহজেই আপনার অ্যাকাউন্ট আপনি করতে পারবন ।

1.  আপনাকে প্রথমে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে “Nagad App” ডাউনলোড  করে নিতে হবে।

2.  আপনার ফোনে যখন তুই ডাউনলোড হয়ে ইন্সটল কমপ্লিট হবে তখন অ্যাপটিতে নির্দেশনা অনুযায়ী আপনার কাজ করতে হবে। 

3. অতঃপর জাতীয় পরিচয়পত্রের উভয় পিঠের ছবি আপলোড করতে হবে।

See also  বেঞ্চমার্ক কী? মোবাইল ও কম্পিউটারের বেঞ্চমার্ক কিভাবে টেস্ট করে?

4. এরপর একটি সেল্ফি তুলে একাউন্টে যুক্ত করতে হবে।

5. আপনার সিগনেচার প্রদান করুন।

 আপনি যখনই উপরের প্রদত্ত সকল তথ্য ভালোভাবে বুঝে শুনে সঠিকভাবে প্রদান করবেন তারপর থেকেই আপনি এই অ্যাপটির সেবা উপভোগ করতে পারবেন।

এছাড়ও এজেন্টের কাছে প্রয়োজনীয় সকল কিছু দিয়ে খুব সহজেই নগদে একাউন্ট খোলা যায়।

## যেকোনো ধরনের সিম থেকে নগদ একাউন্ট খোলার নিয়ম

 গ্রামীণফোন, রবি, এয়ারটেল, টেলিটক, বাংলালিংক অর্থাৎ এসব যেকোনো মোবাইলের সিম ব্যবহারকারীগণ *167# ডায়াল করার মাধ্যমে নিজের একাউন্টের পিন কোড সেট করলেই একটিভ হয়ে যাবে নগদ একাউন্ট। এভাবে নগদ একাউন্ট খোলার পরই উপভোগ করতে পারবেন নগদের সকল সুযোগ-সুবিধা!

নগদ একাউন্ট দেখার নিয়ম

যেকোনো সময় মোবাইল থেকে *১৬৭# ডায়াল করে নগদ একাউন্ট দেখা যায়। ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়ম নিম্নরূপ:

*১৬৭# ডায়াল করবেন

 তারপর আপনাকে 7 লিখে Send করে My Nagad অপশনে প্রবেশ  করতে হবে।

অতঃপর 1 লিখে send করে Balance Inquiry অপশনে প্রবেশ করবেন।

এরপর আপনার নগদ একাউন্টের পিন কোড দিয়ে send করবেন।

আপনি যখনই আপনার নগদ পিন দিয়ে ইন্টারে ক্লিক করবেন তখনই আপনার ব্যালেন্স দেখতে পারবেন।

 আপনি খুব সহজেই নগদ অ্যাপ থেকে ব্যালেন্স দেখতে পারবেন উপরে একটি  ট্যাব করলেই  আপনার ব্যালেন্স শো হয়ে যাবে।

নগদে ব্যালেন্স চেক করার নিয়ম দুইটি।যথাঃ

১ / ইউএসএসডি ব্যবহার করে ব্যালেন্স দেখা। এবং

২/ অ্যাপ ব্যবহার করে ব্যালেন্স দেখা

 এখন আমি আপনাদের মাঝে উপরে বর্ণিত দুটি পদ্ধতি নিয়েই আলোচনা করব,

কেননা অনেকেই এটি বোঝেনা অনেকের ঝামেলা সৃষ্টি হয় তাই চলুন দেখে নেয়া যাক।

ইউএসএসডি ব্যবহার করে নগদ একাউন্ট দেখার নিয়ম তুলে ধরা হলো:

সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইলের কলিং অপশন এ যেতে হবে।

অর্থাৎ যে অপশন থেকে আপনি ফোন করেন তথা কল করেন সে অপশন এ যাবেন ।

See also   অনলাইনে পল্লী বিদ্যুৎ মিটার আবেদন। আবেদন ফি কত?
নগদ একাউন্ট খোলার পদ্ধতি ২০২৩।

তারপর #১৬৭# টাইপ করে ডায়াল করতে হবে।  আপনি যখনই আপনার ফোনে  উক্ত কোডটি টাইপ করবেন 

আপনার সামনে মোট আটটি অপশন দেখা যাবে তা নিচে দেওয়া হলো

1. cash out এই অপশনটি  টাকা উত্তোলন করার

2. Send money এই অপশনটি কাউকে টাকা পাঠানোর বা প্রদান করার

3. Mobile recharge এই অপশনটি দেয়া হয়েছে যেকোনো নাম্বার এ রিচার্জ করার জন্য

4. Payment এই অপশনটি হলো অনলাইন পেমেন্ট করার জন্য

5. Bill pay এই অপশন টি হল বিভিন্ন ধরনের বিল যেমন গ্যাস বিল , বিদ্যুৎ বিল , পানির বিল , ইন্টারনেট বিল ইত্যাদি পরিশোধ করার জন্য

6. EMI payment এই অপশনটি হল বিভিন্ন সংগঠনের অনুদান পাঠানোর জন্য

7. My nagad এই অপশনটি হল ব্যালেন্স চেক করার জন্য

8. Pin reset এই অপশনটি নতুন পিন সেট করার জন্য

এখন যেহেতু আপনি নগদের ব্যালেন্স দেখবেন এই কারণে নিচের খালি বক্সে 7 লিখতে হবে।

তারপর সেন্ড অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনাকে আবার নতুন একটি পেজে নিয়ে যাওয়া হবে। যেখানে আবার প্রায় সাতটি অপশন দেওয়া থাকবে।

এক্ষেত্রে আপনাকে নিচের খালি বক্সে 1 লিখে সেন্ড অপশনে ক্লিক করতে হবে। অতঃপর আপনাকে নতুন আরেকটি পেজে নিয়ে যাওয়া হবে।

এই পেজে আপনাকে  নিজের পিন নাম্বার দিতে হবে। তিন নম্বর দিয়ে সেন্ড অপশন এ ক্লিক করতে হবে.

এভাবে আপনি খুব সহজেই আপনার নগদের ব্যালেন্স চেক দিতে পারবেন।

অ্যাপ ব্যবহার করে নগদ এর ব্যালেন্স চেক করার কৌশল

 ডায়াল করার তুলনায় অ্যাপ থেকে ব্যালেন্স চেক করার কৌশল অনেক সহজ। এর জন্য আপনাকে প্রথমে একটি ফোনে ইন্সটল থাকতে হবে

তারপর আপনার ফোন নাম্বার দিয়ে লগইন করতে হবে এবং ওপরে একটি অপশন থাকবে যেখানে টেপ করলেই আপনার ব্যালেন্স আপনার সামনে চলে আসবে।

See also  Apple M4 Max Chip Tops Benchmarks

প্রথমবারই শুধু আপনার মোবাইল নাম্বার দিয়ে লগইন করতে হবে। তারপর থেকে আপনি যখন নগদ

অ্যাপ এ ঢুকলেই আপনাকে পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বার দেয়ার মাধ্যমে আপনি নগদ অ্যাপ এ প্রবেশ করতে পারবেন। 

নগদ অ্যাপ এ প্রবেশ করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশন আসবে। একদম উপরে Tap for balance এই লেখাটিতে ক্লিক করবেন।

তাহলে আপনি আপনার বর্তমান ব্যালেন্স দেখতে পারবেন ।

পরিশেষে

 উপরের ব্লগে আপনারা দেখতে পারলেন কিভাবে নগদ ব্যালেন্স চেক করবেন এবং নানা বিষয়।

আশা করি এটি আপনাদের অনেক উপকারে  এসেছে।  আমাদের মাঝে এমন অনেক মানুষ আছে যারা নগদে ব্যালেন্স

চেক করতে পারেনা তাদের কথা মাথায় রেখেই আমাদের উক্ত ব্লগটি সাজানো হয়েছে।

এরকম ব্লগ পেতে আমাদের পেজ এর সাথেই থাকুন। সম্পূর্ণ ব্লগটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Scroll to Top