পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন
পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন – কিভাবে আপনি পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন লিখবেন এই পোস্টে এই বিষয়ে
তুলে ধরেছি। আপনারা নিচের দিকে এ সম্পর্কে বিস্তারিত দেখতে পারবেন।
যে কোন পরিবারের নানা রকম কারণে নানা রকম সমস্যা হতে পারে। পারিবারিক সম্পর্কীয় সমস্যা হলে মানসিকভাবে পর্যাপ্ত চাপ পড়ে।
ফলে কোন কিছু করতেই ভালো লাগেনা। কাজকর্মের পাশাপাশি পড়াশোনা ইত্যাদি কোন কিছুতেই মন বসে না।
এর জন্য আমাদের দেওয়া এই পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন করে কর্মসংস্থানে বা শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে পরে যখন পারিবারিক
সমস্যা সমাধান হবে তখন থেকে আবার নতুন করে কাজকর্ম বা পড়াশোনা চালিয়ে যেতে পারেন। এর ফলে আপনার পারিবারিক সমস্যার
সমাধান করে কাজকর্ম বা পড়াশোনায় ভালোভাবে মনোযোগ দিতে পারবেন। এই বিরতি নেওয়ার জন্য দরকার অবশ্যই ছুটির আবেদন
যার মধ্যে অবশ্যই উল্লেখ থাকতে হবে পারিবারিক সমস্যার কথা। নিচে একটু উল্লেখ করা হলো।
তাহলে চলুন আজকের এই পোস্টটি থেকে কিভাবে পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন করা হয় এটা দেখে নেওয়া যাক। আপনি
ইচ্ছে করলে এখান থেকে আইডিয়া নিতে পারেন অথবা আপনার মত করে লিখতে পারেন।
আরো পড়ুন –
পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন
নিচে পারিবারিক ঝামেলার জন্য ছুটির আপিল নিয়ে একটি দরখাস্ত দিয়ে দিলাম। এই দরখাস্তটি আপনি স্কুল, কলেজ, পক্ষান্তরে অফিসে
প্রয়োগ করতে পারবেন। কিন্তু এ জন্য আপনাক উপাত্তগুলো সংস্কার করে নিতে হবে। তবে নিম্নের দরখাস্তটি শিক্ষার্থীদের (যারা স্কুল, কলেজে পড়েন) জন্য দেয়া হল।
পারিবারিক সমস্যার জন্য কয়েকটি ছুটির আবেদন বা দরখাস্ত নিচে উল্লেখ করলাম। এই দরখাস্ত বা আবেদন পত্রটি আপনি
স্কুল কলেজ এমন কি আপনার অফিসে প্রয়োগ করতে পারবেন। তবে নিচের দরখাস্তটি শিক্ষার্থীদের (যারা বর্তমানে স্কুল
কলেজ বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেন) জন্য দিয়ে দিলাম।
পারিবারিক সমস্যা কারণে স্কুলে ছুটির আবেদন
০০/০০/০০০০ ইং
বরাবর
প্রধান শিক্ষক
টাঙ্গাইল জিলা স্কুল, টাঙ্গাইল { আপনার প্রতিষ্ঠান এর নাম }
বিষয়ঃ পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম {শ্রেনি আপনার শ্রেণি} একজন নিয়মিত ছাত্র/ছাত্রী ।
বেশ কিছুদিন যাবৎ পারিবারিক সমস্যার মধ্যে রয়েছি আমরা । পারিবারিক সমস্যার কারণে আমি বিদ্যালয়ে এসে
পড়াশুনায় ভালভাবে মনোনিবেশ করতে পারতেছি না এবং আমাদের পরিবারের বেশ কিছুদিন ধরে পারিবারিক সমস্যা লেগেই রয়েছে ।
অতএব, জনাবের নিকট বিনীত প্রার্থনা এই যে, আমার পারিবারিক সমস্যার কথা বিবেচনা করে আমাকে আগামী
পাঁচ দিন (০০/০০/০০০০ ইং –০০/০০/০০০০ ইং) {কত তারিখ হতে কত তারিখ পর্যন্ত ছুটি নিতে চান এই তারিখ} এর ছুটি দানে বাধিত করবেন।
নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
মোঃ তানভির হাসান {আপনার নাম}
শ্রেণিঃ নবম, রোলঃ ৮, শাখাঃ ক {আপনার তথ্য দিবেন}
পারিবারিক সমস্যার জন্য কলেজে ছুটির আবেদন
পারিবারিক সমস্যার জন্য কলেজে ছুটির আবেদন –
তারিখ:……. ০০/০০/০০০০ ইং
বরাবর
অধ্যক্ষ / মাননীয় প্রিন্সিপাল
মাহামুদুল হাসান আদর্শ মহা বিদ্যালয় [ আপনার কলেজের নাম]
টাঙ্গাইল সদর, টাঙ্গাইল [ আপনার কলেজের ঠিকানা]
বিষয়: পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন পত্র।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন সম্মান পূর্বক এই যে আমি আপনার কলেজের একজন নিয়মিত ছাত্র ।
আমি গত ০০/০০/০০০০.. ইং থেকে ০০/০০/০০০০ ইং পর্যন্ত পারিবারিক সমস্যার কারনে কলেজে আসতে পারিনি।
উপরোক্ত কথা বিবেচনা করে আমাকে অনুগ্রহ করে ছুটি মঞ্জুর করে বাজিত করবেন।
নিবেদক
মেহেদী হাসান {আপনার নম}
শ্রেনী – দ্বাদশ {আপনার শ্রেণি}
পারিবারিক সমস্যা কারণে অফিসে ছুটির আবেদন
তারিখ: ০০/০০/০০০০ ইং
(যার অধিনস্থে আবেদন পাঠাবেন তার পদবি দিতে হবে )
( ঐ প্রতিষ্ঠানের নাম এখানে দিবেন )
(ঠিকানা এখানে দিবেন )
বিষয়: পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন।
বিনিত নিবেদন এই যে , আমি আপনার প্রতিষ্ঠানে – ( আপনার পদবি) , কর্মরত আছি। আমি
গত ০০-০০-০০০০ থেকে ০০-০০-০০০০ পর্যন্ত পারিবারিক সমস্যা কারনে প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারিনি।
উপরোক্ত কথা বিবেচনা করে আমাকে অনুগ্রহ করে ছুটি মঞ্জুর করে বাজিত করবেন।
নিবেদক
নাম: ( আপনার নাম)
পদবি : আপনার পদবি)
কাশফুল নিয়ে কিছু স্ট্যাটাস ও ক্যাপশন
প্রধান শিক্ষক কাছে ছুটির আবেদন
তারিখ: ০০/০০/০০০০ ইং
বরাবর
প্রধান শিক্ষক
টাঙ্গাইল উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল।
টাঙ্গাইল সদর,টাঙ্গাইল
বিষয় : পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন।
শ্রদ্ধেয় মহাশয়/ মহাশয়া/
আমার বিনীত নিবেদন এই যে , আমি (নিজের নাম) আপনার বিদ্যায়ের … শ্রেণির ’ক’ বিভঅগের ছাত্র/ছাতী
, ক্রমিক নং(রোল নং যত দেবে)। খুব জ্বরে অসুস্থ হওয়ার জন্য আমি গত ( ০০০০ ইং) থেকে (০০০০ ইং) পর্যন্ত অনুপস্থি ছিলাম।
জনাবের নিকট আবেদন আমাকে উক্ত কয়েক দিনের ছুটি দিয়ে বাধিত করবেন।
উপরের কথাগুলো বিবেচনা করে জানাবেন নিকট আবেদন এই যে আমাকে ছুটি দিয়ে বাধিত করবেন
নিবেদক
একান্ত অনুগত ছাত্র
মো: রোমান হোসেন
শ্রেনি:
রোল:

পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন ইংরেজিতে
পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন ইংরেজিতে নিচে তুলে ধরা হলো ।
Application for school leave due to family problems
Subject: Leave Application for Family Problems
[Date]
[Head Teacher’s Name]
Dinajpur District School
Dinajpur
Dear Sir/Madam,
I am writing to inform you about a personal matter that has been affecting my academic performance and overall
well-being. As a dedicated student of Class IX at your esteemed institution, I feel compelled to seek your
understanding and support in granting me leave due to ongoing family problems.
For some time now, my family has been facing significant challenges, and these issues have had a profound impact
on my ability to concentrate and fully engage in my studies. Despite my sincere efforts, I find it increasingly difficult
to cope with both my academic responsibilities and the demands of the family problems we are currently encountering.
In light of these circumstances, I humbly request your consideration in granting me leave for the next five days, starting
from [start date] to [end date] (14/06/2023 – 17/06/2023). This time away from school will allow me to devote my
attention to resolving the family problems and restoring a sense of stability in our household.
I assure you that I am fully committed to my education and will diligently make up for any missed coursework or
assignments upon my return. I understand the value of my studies and the importance of maintaining consistent academic progress.
Thank you for your kind attention to this matter, and I sincerely appreciate your understanding and support during
this challenging time. If you need any more information or documentation, feel free to contact me without hesitation.
Yours faithfully,
[Your Full Name]
Class: IX
Roll: 11
Branch: B
Request for leave from work due to personal family issues.
Subject: Application for Leave of Absence
[Date]
[Supervisor’s Name]
[Name of the Institution]
[Address]
Dear [Supervisor’s Name],
I am writing to request a leave of absence from my duties at [Name of the Institution] due to pressing family problems.
I regret to inform you that I have been unable to attend work since [start date] to [end date] (00-00-0000 to 00-00-0000)
due to the aforementioned family issues.
humbly request your understanding and urgent attention to this matter. Considering the gravity of the situation,
I kindly ask for your approval of [number of days] days of leave. This time will allow me to address the family
problems, offer necessary support, and restore harmony within my household.
I assure you that I value my responsibilities at work and will make every effort to complete pending tasks and
ensure a smooth transition during my absence. I understand the importance of maintaining productivity and will
strive to minimise any inconvenience caused to the team.
Thank you for your understanding and consideration. I am confident that, with your support, I will be able to
resolve the family problems and return to work with renewed focus and dedication.
Please find my contact details below should you require any further information or clarification.
Yours sincerely,
[Your Full Name]
[Your Surname]
পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন আপনারা উপরের আবেদন পত্র গুলো ফলো করতে পারেন। এই পোস্টটি যদি আপনাদের একটু হলে উপকার হয় তাহলে আমাদের কমেন্ট করে জানান এবং অন্যদেরকে শেয়ার করবেন।
শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।