দেলদুয়ার উপজেলা সম্পর্কে বিস্তারিত
আসসালামু আলাইকুম দর্শক। আশা করি সবাই ভাল আছেন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দেলদুয়ার উপজেলা সম্পর্কে বিস্তারিত। এই আর্টিকেলটিতে আমরা তুলে ধরার চেষ্টা করবো দেলদুয়ার উপজেলা সম্পর্কে বিস্তারিত সকল তথ্য। আশা করি এ সম্পর্কে জানতে সম্পূর্ণ ব্লগটি আপনারা পড়বেন।
দেলদুয়ার উপজেলা ঢাকা বিভাগের অন্তর্গত টাঙ্গাইল জেলার একটি উপজেলা। প্রশাসন দেলদুয়ার থানা গঠিত
হয় ১৯৮১ সালে এবং থানাটি উপজেলায় রূপান্তরিত হয় ১৮ সেপ্টেম্বর ১৯৮৩ সালে।
দেলদুয়ার উপজেলার অবস্থান এবং আয়তন
উপজেলাটির মোট আয়তন ১৮৪. ৫৪ বর্গ কিলোমিটার(৭১.২৫ বর্গমাইল)। উপজেলাটির স্থানাঙ্ক ২৪.১৪১৭ ডিগ্রী উত্তর এবং ৮৯.৯৬৬৭ ডিগ্রী পূর্ব।
দেলদুয়ার উপজেলাটির উত্তরে টাঙ্গাইল সদর উপজেলা এবং বাসাইল উপজেলা, দক্ষিনে নাগরপুর উপজেলা , পূর্বে মির্জাপুর উপজেলা এবং পশ্চিমে
নাগরপুর উপজেলা এবং টাঙ্গাইল সদর উপজেলা।
জনসংখ্যা
২০১১ এর আদমশুমারি অনুযায়ী দেলদুয়ার উপজেলার মোট জনসংখ্যা ১,৮৮,৪৪৯ জন। এর মধ্যে পুরুষ ৯৪,৫০২ জন। মহিলা জনসংখ্যা ৯৩ ৯৬৪৭ জন। উপজেলাটিতে মুসলিম লোক সংখ্যা ১,৬৬,৬৭৭ জন এবং হিন্দু লোকসংখ্যা ২১,৭৫৩ জন। অন্যান্য ধর্মালম্বি ১৩ জন মানুষ এই উপজেলার বসবাস করে। উপজেলাটিতে ভোটারের সংখ্যা ১৩৫৮৮০ জন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬৫,২৪৭ জন। অন্যদিকে মহিলা ভোটারের সংখ্যা ৭০,৬৩৩ জন।
শিক্ষার হার
দেলদুয়ার উপজেলার মোট জনসংখ্যার মধ্যে শিক্ষার হার ৪১.৫৫%.
প্রশাসনিক এলাকা
দেলোয়ার উপজেলায় মোট আটটি ইউনিয়ন রয়েছে। ইউনিয়ন গুলো হল
1. আটিয়া: আটিয়া ইউনিয়নের আয়তন ৬১৬৩ একর। এর জিও কোড ১১
2. এলাসিন: এলাসিন ইউনিয়নের আয়তন ৫৭০৮ একর। এর জিও কোড ৪৭
3. ডুবাইল: ডুবাইল ইউনিয়নের আয়তন ৪৮২০ একর। এর জিও কোড ৪১
4. দেউলি: দেউলী ইউনিয়নের আয়তন ৫১৩৮ একর। এর জিও কোড ৩৫
5. দেলদুয়ার: দেলদুয়ার ইউনিয়নের আয়তন ৬৫২২ একর।এর জিও কোড ২৩
6. পাথরাইল: পাথরাইল ইউনিয়নের আয়তন ৪৬৮২ একর। এর জিও কোড ৭১
7. ফাজিলহাটী: ফাজিলহাটী ইউনিয়নের আয়তন ৪৭৭৮ একর। এর জিও কোড ৫৯
8. লাউহাটী: লাউহাটী ইউনিয়নের আয়তন ৭৪৮০ একর। এর জিও কোড ৬৫
এছাড়াও দেলদুয়ার উপজেলা-র মধ্যে গ্রাম আছে ১৬৮ টি।
পরিবার সংখ্যা ৩৯,৫৯৭টি।
পোস্ট অফিস আছে সাতটি।
সাব পোষ্ট অফিস 3 টি।
মৌজার সংখ্যা ১২২টি
আশ্রয় প্রকল্প একটি
আবাসন প্রকল্প একটি
উপজেলাটিতে মসজিদ রয়েছে ২৪২ টি
এবং মন্দির রয়েছে ৯৭ টি
বন্যা নিয়ন্ত্রণ বাধ ২১ কিলোমিটার
Read More: মালয়েশিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা (২০২৩)
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহ

দেলদুয়ার উপজেলা-র কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা নিচে তুলে ধরা হয়েছেঃ
১. সৈয়দ আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয়
২. বেলায়েৎ হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়, নাল্লাপাড়া
৩. এম, এ করিম বহুমুখী উচ্চ বিদ্যালয়, ছিলিমপুর
৩. এলাসিন তারক যোগেন্দ্র উচ্চ বিদ্যালয়
৪. লাউহাটী এম আজহার মেমোরিয়াল বহুমুখি উচ্চ বিদ্যালয়,
৫. সাফিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, দেলদুয়ার
৬. আলালপুরের বোরহানুল উলুমইয়াছিনিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা
৭. সুফিয়া কাশেম উচ্চ বিদ্যালয়, আলালপুর
৮. মওলানা ভাসানী ডিগ্রী কলেজ,এলাসিন
৯. আবুল হোসেন কলেজ, নাল্লাপাড়া
১০. সৈয়দ মহব্বত আলী কলেজ,দেলদুয়ার
১১. লাউহাটি কলেজ,লাউহাটী
১২. আটিয়া আর্দশ মহিলা মহাবিদ্যালয়, আটিয়া
১৩. ডুবাইল সেহ্ড়াতৈল শহীদ আঃ আজিজ উচ্চ বিদ্যালয়
ভূমি
১। উপজেলা ভূমি অফিস রয়েছে ১টি
২। ইউনিয়ন ভূমি অফিস রয়েছে ৮টি
৩। মোট হোল্ডিং এর সংখ্যাঃ ৬৪,১৭০
৪। মোট খাস জমির পরিমাণঃ ২০৪৪.১৬ একর।
৫। বন্দোবস্তকৃত খাস জমির পরিমানঃ ২৬.৫৩ একর
৬। বন্দোবস্ত গ্রহণকারীর সংখ্যাঃ ১৫৩ টি
৭। ২৫ বিঘার উর্ধ্বে জমির মালিক ১৪৮ জন
৮।বনভূমি নাই
৯। সায়রাত মহাল ৩৫ টি
১০। জলমহালের সংখ্যাঃ ১৮ টি
যোগাযোগ ব্যবস্থা
১। পাকা রাস্তাঃ ৬৪.৬৬ কিলোমিটার
২। কাঁচা রাস্তাঃ ৪২২.৩৮ কিলোমিটার
৩। এইচ.বি.বি রাস্তাঃ ১৪.২৮ কিলোমিটার
৪। কালভার্ট আছে ১৬৫টি
৫। ব্রীজ এর সংখ্যা ১১৪টি
স্বাস্থ্য বিষয়ক তথ্য
১। সরকারি হাসপাতালের সংখ্যা ১টি
২। সরকারি ডাক্তার রয়েছে ৭ জন
৩। সেবিকা সংখ্যা ১০ জন
৪। শয্যার সংখ্যাঃ ৩১ টি
৫। এ্যাম্বুলেন্স রয়েছে ১ টি
৬। এক্সরে মেশিন এর সংখ্যা ০১ টি
৭। বেসরকারি হাসপাতাল রয়েছে ০১ টি
৮। উপ-স্বাস্থ্য কেন্দ্র রয়েছে ০৩ টি
৯। ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে ০৬ টি
কৃষি বিভাগ
১। কৃষি জমির পরিমাণ ১৪৫০০ হেক্টর
২। অকৃষি জমির পরিমাণ ১৩০ হেক্টর
৩।এক ফসলী জমির পরিমাণ ১৬৫০ হেক্টর
৪। দুই ফসলী জমির পরিমাণ ৮৪০০ হেক্টর
৫। তিন ফসলী জমি রয়েছে ৪৪০০ হেক্টর
৬।বন এলাকার পরিমাণঃ নাই
৭।রবি ফসল ফলানোর জমির পরিমাণ ৪৫০০ হেক্টর
৮।পতিত জমি রয়েছে ৩৮০ হেক্টর
৯। ইরি বোরো জমির পরিমাণ ৯৮২৫ হেক্টর
১০। সরকারি নার্সারী রয়েছে ১টি
১১। বেসরকারি নার্সারী রয়েছে ২০টি
১২। রোপিত বৃক্ষের সংখ্যাঃ ১,৮৬,৩৪০টি
১৩। প্রধান কৃষি ফসলগুলো হলো: ধান, পাট, সরিষা, ইক্ষু, আলু, গম, ডাল ও শাক-সব্জি।
১৪। প্রধান ফল হিসাবে উল্লেখ করা যায়: আম, কাঁঠাল, কলা, লিচু, পেঁপে, বাতাবী লেবু, লেবু, পেয়ারা ও কুল।
১৫।বিলুপ্তপ্রায় ফসলের মধ্যে রয়েছে : ডাল, মিষ্টি-আলু, তিল ইত্যাদি।
জনস্বাস্থ্য বিভাগ
১। গভীর নলকূপের সংখ্যা ৭৭টি
২। অগভীর নলকূপ এর সংখ্যা ৩,৫০৯টি
৩। শক্তি চালিত পাম্প রয়েছে ১টি
৪। স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন এর সংখ্যা ৩৪,৮৪৭ টি
৫। নলকুপ রয়েছে ২,৭২৯টি
মৎস্য সম্পদ
১।জল মহাল রয়েছে ৮টি
২। মৎস্য খামার রয়েছে ১৭৭৭০টি
৩। পোনা উৎপাদন খামার রয়েছে ১৩টি
৪। বার্ষিক মৎস্য উৎপাদন ২২৬০ মেঃ টন
পশু সম্পদ
১।গরু খামার রয়েছে ৮৬টি
২। ছাগল ভেড়ার খামার রয়েছে ৬৪টি
৩। মুরগীর খামার রয়েছে ১৬২টি
৪।গবাদি পশুর সংখ্যা- ৮৬২৩৫টি (গরু- মহিষ)
ছাগল ভেড়াঃ ২৩৭১৫টি
হাস-মুরগীঃ ৪৭৮৬২৫টি
কবুতরঃ ৪৫৭২টি
ধর্মীয় উপাসনালয়
১। মসজিদ রয়েছে মোট ২৪২ টি
২। মন্দিরের রয়েছে মোট ৯৭টি
দর্শনীয় স্থানসমূহ
দেলদুয়ার উপজেলা-র মধ্যে দর্শনীয় কিছু জায়গা হলো
১। আতিয়া মসজিদ (সপ্তদশ শতাব্দীতে নির্মিত)
২। শাহানশাহী কাশ্মিরী মাজার শরীফ,আটিয়া
৩। দেলদুয়ার জমিদার বাড়ী
সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহ
১। গ্রামীণ ক্লাব রয়েছে ৪০টি
২। খেলার মাঠ রয়েছে ৩০টি
৩। সিনেমা হল রয়েছে ০২ টি
৪। উপজেলা শিল্পকলা একাডেমী রয়েছে ০১ টি
৫। পাবলিক লাইব্রেরী রয়েছে ০১টি
জনগোষ্ঠীর প্রধান পেশাসমূহ
কৃষি (৪১.৪৭%), মৎস্য (১.২৭%), কৃষি শ্রমিক (১৬.৭১%), অকৃষি শ্রমিক (১.৮৭%), তাঁত (৬.৭৭%), শিল্প (৩.৫%), ব্যবসা (১০.৮৫%), পরিবহন (২.২২%), চাকুরী (৭.৪২%), অন্যান্য (৭.৯২%)।
বিলুপ্ত/বিলুপ্তপ্রায় সনাতন বাহনগুলোর মধে রয়েছে: ঘোড়া ও গরুর গাড়ি, ঢুলী ও পটল নৌকা।
শিল্প ও কল কারখানা
পাথরাইলের তাঁত শিল্প। এখানে কয়েকশ তাঁতি পরিবার রয়েছে যারা অনেক আগে থেকেই টাঙ্গাইলের উৎকৃষ্ট তাঁতের শাড়ী কাপড় তৈরী করে থাকে।
কুটির শিল্প
কুটির শিল্পের মধ্যে উল্লেখ করা যায় স্বর্ণকার, কর্মকার, কুমার, সুতার, সেলাই কাজ, ওয়েল্ডিং, রাজ মিস্ত্রি ইত্যাদি ।
হাট-বাজার ১৫টি। এদের মধ্যে দেলদুয়ার, লাউহাটী ও রূপসীর হাট উল্লেখ করা যায়।
আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই উপজেলা সম্পর্কে যদি আপনার আরও তথ্য জানার আগ্রহ থাকে তাহলে এখানে ক্লিক করুন