মালয়েশিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা
বিশ্বের সকল রাষ্ট্রের টাকার মান একেক রকম হয়ে থাকে। দেশ ভেদে এই টাকার মান প্রচুর কম বেশি হয়ে থাকে।
আমরা সকলে জানি যে বাংলাদেশ থেকে পৃথিবীর নানারকম কান্ট্রিতে প্রতিবছর অনেক লোকজন কাজের উদ্দেশ্যে পাড়ি জমিয়ে থাকে।
এই সকল দেশগুলোর ভিতরে মালয়েশিয়া ১টি সেরা দেশ, যে কান্ট্রিতে প্রতিবছরেই প্রবাসীরা কাজের উদ্দেশে গিয়ে থাকে।
অধিকাংশই মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে যাওয়ার পূর্বে তাদের বেতন ভাতা কত টাকা থেকে পারে তা জানতে চায়।
যেহেতু প্রতিটি রাষ্ট্রের কাজের মাসিক বেতন ওই রাষ্ট্রের টাকায় প্রদান করা হয়ে থাকে এজন্য নিশ্চয়ই মালয়েশিয়ার এক টাকা বাংলাদেশের
কত টাকা তা জেনে নেওয়া দরকার। কারণ মালয়েশিয়ার টাকার রেট জানা থাকে তাহলে আপনি অনেক সহজেই হিসাব করে মালয়েশিয়ায়
কাজ করলে আপনি বাংলাদেশে টাকায় কত টাকা বেতন পাবেন তা জানতে পারবেন।
ইন্টারনেটে অধিকাংশই মালয়েশিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা বা আজকের মালয়েশিয়ার টাকার রেট কত তা খুঁজে বেড়ায়।
এজন্য আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে বাংলাদেশের এক টাকার সঙ্গে মালয়েশিয়ার এক টাকার কতটুকু ডিফারেন্স রয়েছে
তা জানানোর ট্রাই করব। আসা করা যায় এই পোস্টের সাহায্যে আপনি মালয়েশিয়ার টাকার নাম সহ সেই রাষ্ট্রের টাকার মান কত তা এই পোস্টের মাধ্যমে জেনে নিতে পারবেন।
Read More: এসিআই কোম্পানির নতুন জব সার্কুলার (২০২৩)
মালয়েশিয়ার কারেন্সির নাম কি
আপনি যদি মালয়েশিয়ার অর্থের রেট সম্মন্ধে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে শুরুতেই আপনাকে মালয়েশিয়ার
মুদ্রার নাম কি তা জেনে নিতে হবে। ইতোমধ্যে আমরা জেনেছি যে পৃথিবীর প্রত্যেকটি দেশের তাদের ব্যক্তিগত মুদ্রা
রয়েছে এবং ১টি সুনির্দিষ্ট নামও রয়েছে। আপনি কি জানেন মালেশিয়ার কারেন্সির নাম কি?

মালয়েশিয়ার মুদ্রার নাম হলো রিংগিত।
বাংলাদেশে আমরা যেরকম আমাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বাংলাদেশী কারেন্সির টাকার বিনিময়ে কেনাকাটা করে থাকি।
ঠিক তেমনি মালয়েশিয়ায় কোন পণ্য খরিদ করতে গেলে আপনাকে রিংগিত ব্যবহার করে তা কিনতে হবে।
তাহলে এই সময়ে আমাদের জানার পালা হলো মালয়েশিয়ার এক রিংগিত সমান বাংলাদেশের কত টাকা।
আপনি যদি মালেশিয়ার রিংগিত এর রেট জানতে চান তাহলে সম্পূর্ণ পোস্টটি পড়ুন।
মালয়েশিয়ার কারেন্সির হচ্ছে রিংগিত।
মালয়েশিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা
এই পোস্টের উপরের অংশে আমরা জেনেছিলাম মালয়েশিয়ার কারেন্সির নাম হলো রিংগিত।
সুতরাং আমরা যদি মালয়েশিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা তা জানতে চাই তাহলে আমাদের সবাইকে নিশ্চয়ই এক রিংগিত এর দাম টাকায় কত তা বের করতে হবে।
বাংলাদেশ থেকে যে সকল প্রবাসীরা মালয়েশিয়া বসবাস করে অথবা সম্প্রতি মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে পাড়ি জমাবে এরকম
লোকজন ইন্টারনেটে প্রতিনিয়ত মালয়েশিয়ার টাকার সম্পর্কে জানতে চায়।
আপনি যদি আজকের মালয়েশিয়ার অর্থের রেট কত বা মালয়েশিয়ার এক রিংগিত বাংলাদেশের কত অর্থের সমান
জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে নিচের অংশ থেকে জেনে নিন। আপনার জানার সুবিধার্থে এই পোস্টে ধাপে ধাপে মালয়েশিয়ার টাকার রেট সম্পর্কে তথ্য প্রদান করার চেষ্টা করব।
- মালয়েশিয়ার ১ টাকা = বাংলাদেশের ২৩.৩৪ টাকা।
১ রিংগিত কত টাকা ২০২৩
প্রায় প্রতিনিয়তই সকল দেশের অর্থের মান কম বা বহু হয়ে থাকে। আজকের পোস্ট যেহেতু মালয়েশিয়ার টাকার রেট
নিয়ে লিখিত এইজন্য মালয়েশিয়ার মুদ্রা রিংগিত এর মান খুঁজে বের করতে হবে। আমি টার্গেট করেছি যে ইতোমধ্যে
অনেক মানুষ ইন্টারনেটে ১ রিংগিত কত টাকা তা খুঁজে বেড়াচ্ছেন। আপনার জানার সুবিধার জন্য আজ আমি নিচের
টেবিলের সাহায্যে ১ রিংগিত, ১০ রিংগিত ও ১০০ রিংগিত কত টাকা তা শেয়ার করব।
- ১ রিংগিত = ২৩.৩৪ টাকা।
- ১০ রিংগিত = ২৩৩.৩৮ টাকা।
- ১০০ রিংগিত = ২৩৩৩.৮২ টাকা।
মালয়েশিয়া আজকের অর্থের রেট কত
যেহেতু মালয়েশিয়ার মুদ্রার মূল্য প্রতিদিন বাংলাদেশি টাকায় কমবেশি হয়ে থাকে। একারণে মালয়েশিয়ায় বসবাসরত
এবং বাংলাদেশে বসবাসরত পর্যাপ্ত লোকজন ইন্টারনেটে মালয়েশিয়া আজকের অর্থের রেট কত তা জানতে চায়।
প্রতিদিনই বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিভিন্ন রাষ্ট্রের কারেন্সির রেট সম্পর্কে তালিকা প্রকাশ করে থাকে। যে সকল
প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়া হতে বাংলাদেশের তাদের কষ্টে অর্জিত রেমিটেন্স পাঠিয়ে থাকে তারা এই ধনের রেট খুঁজে বেড়ায়।
বর্তমানে বাংলাদেশের টাকার মান পর্যাপ্ত গিয়েছে। এ কারণে মালয়েশিয়ার এক টাকা সমান বাংলাদেশের 20 টাকার ঊর্ধ্বে হয়ে গিয়েছে।
মালয়েশিয়ার কারেন্সির নাম যেহেতু রিংগিত, মালয়েশিয়া হতে আপনি যদি বাংলাদেশে টাকা পাঠাতে চান হয়ে থাকেন তাহলে রিংগিত এর রেট জেনে নিন।
আজকের মালেশিয়ার অর্থের রেট ২৩.৩৪ টাকা।
সর্বশেষ কথা
অবশ্যই সুনির্দিষ্ট রেটে আপনার কষ্টে অর্জিত টাকাগুলো বাংলাদেশের টাকায় কনভার্ট করে নিন। মালয়েশিয়ায় পরিশ্রমের উপার্জিত
সকল টাকাগুলো বৈধ উপায়ে বাংলাদেশে প্রেরণ করার আবেদন রইলো। এতে আপনি বাংলাদেশ ব্যাংকের সাহায্যে সঠিক টাকা রেট
জেনে আপনার উপার্জিত অর্থ পাঠাতে পারবেন। আজকের এই পোস্টে আমি আপনার সঙ্গে মালয়েশিয়ার ১ টাকা বাংলাদেশের
কত টাকা তা জানানোর চেষ্টা করেছিলাম। ইতিমধ্যে এই পোস্টের সাহায্যে আপনি মালয়েশিয়ার টাকার রেট সম্মন্ধে জানতে পেরেছেন।
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।