নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা ২০২৩
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা ২০২৩ বর্তমানে দ্রব্যমূল্যের উচ্চমান দেখা যাচ্ছে, যার কারণে আমরা প্রয়োজনীয় পন্য কেনার সময় কৌতুক করছি। এটি আমাদের
প্রতিদিনের জীবনে প্রভাব ফেলছে এবং মানুষের মধ্যে এই প্রভাব হুহু বাড়াচ্ছে। এর ফলে, পন্যের দাম হুটহাট বৃদ্ধি পাচ্ছে, যা
আমাদেরকে মূল্যবৃদ্ধির প্রতি সতর্ক হতে বাধ্য করছে। এটির ফলে অনেক ব্যবসায়ী অতিরিক্ত টাকা চাইতে বসছে, যা
আমাদেরকে বিভ্রান্তির মধ্যে পড়তে দেওয়ায় আমরা সহজে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম জানতে পারি না।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা ২০২৩ (#আপডেট)
তো এখন আমি আপনাকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কত তার তালিকা প্রদান করবো। যে তালিকা তে
আপনি আজকের সকল দ্রব্বের আপডেট দ্রব্য মূল্যে সম্পর্কে জানতে পারবেন। আর এই তালিকা তে যে দাম উল্লেখ করা থাকবে।
আপনার কাছ থেকে যদি কোনো ব্যবসায়ী তার থেকে বেশি টাকা নেয়। তাহলে আপনাকে বুঝতে হবে যে, উক্ত ব্যাবসায়ী
আসল দ্রব্যের মূল্য তালিকা কে অমান্য করছে এবং অসৎ উপায়ে বেশি টাকা নিচ্ছে। আর আপনার সুবিধার জন্য আমি
নিচে ধাপে ধাপে আজকের বাজার মূল্য তালিকা টি প্রদান করলাম।
আজকের চালের দাম কত? – (আপডেট)
মোটা চাল (স্বর্ণা / চায়না / ইরি) | ৪৮থেকে ৫২ টাকা। |
চিকন চাল (নাজির / মিনিকেট) | ৬০ থেকে ৭৫ টাকা। |
মাঝারি চাল (পাইজাম / লতা) | ৫০ থেকে ৫৫ টাকা। |
*আজকের চালের মূল্যে তালিকা প্রতি ০৭ দিন পরপর আপডেট করা হবে। |
আজকের ভোজ্য তেলের দাম কত? – (আপডেট)
খোলা সয়াবিন তেল | ১৬০ টাকা থেকে ১৬৫ টাকা। |
বোতলের সয়াবিন তেল | ১৭৫ টাকা থেকে ১৮০ টাকা। |
সরিষার তেল | ৩৬০ টাকা। |
পাম ওয়েল | ১২৫ টাকা থেকে ১৩৫ টাকা। |
*আজকের তেলের মূল্যে তালিকা প্রতি ০৭ দিন পরপর আপডেট করা হবে। |
আজকের আটা ও ময়দার দাম কত? – (আপডেট)
প্যাকেট ময়দার দাম | ৬৫ টাকা থেকে ৭০ টাকা। |
খোলা ময়দার দাম | ৫৫ টাকা থেকে ৬০ টাকা। |
প্যাকেট আটার দাম | ৫৫ টাকা থেকে ৬০ টাকা। |
খোলা সাদা আটার দাম | ৫০ টাকা থেকে ৫২ টাকা। |
*আজকের আটা ও ময়দার মূল্যে তালিকা প্রতি ০৭ দিন পরপর আপডেট করা হবে। |
আজকের কাঁচা সবজির দাম কত? – (আপডেট)
পটল | ৬০ টাকা থেকে ৭০ টাকা। |
গাজর | ১০০ টাকা থেকে ১৫০ টাকা। |
লেবু | ১৫ টাকা পিস। |
আলু | ৩৬ টাকা থেকে ৪০ টাকা। |
কাঁচা মরিচ | ১৪০ টাকা থেকে ২৪০ টাকা। |
বেগুন | ৪০ টাকা থেকে ৬০ টাকা। |
*আজকের কাঁচা সবজির মূল্যে তালিকা প্রতি ০৭ দিন পরপর আপডেট করা হবে। |
আজকের মাছ ও মাংসের দাম কত? – (আপডেট)
ইলিশ মাছ | ৬৫০ টাকা থেকে ১ হাজার ৪০০ টাকা। |
রুই মাছ | ৩০০ টাকা থেকে ৪৫০ টাকা। |
গরুর মাংস | ৭৫০ টাকা থেকে ৭৮০ টাকা। |
খাসির মাংস | ১ হাজার টাকা থেকে ১১,০০ টাকা। |
ব্রয়লার মুরগী | ১৮০ টাকা থেকে ১৯০ টাকা। |
দেশি মুরগী | ৬০০ টাকা থেকে ৬৫০ টাকা। |
*আজকের কাঁচা সবজির মূল্যে তালিকা প্রতি ০৭ দিন পরপর আপডেট করা হবে। |
আজকের মসলা জাতীয় পন্যের দাম কত? – (আপডেট)
ছোলা বা চানার দাম | ৭৫ টাকা থেকে ৯০ টাকা। |
প্যাকেট জাত গুড়া দুধ | ৭৯০ টাকা থেকে ৯০০ টাকা। |
মসুর ডাল | ১৩৫ টাকা থেকে ১৫০ টাকা। |
ফার্মের ডিমের দাম (হালি) | ৪৬ টাকা থেকে ৫০ টাকা। |
তেজপাতা | ১২০ টাকা থেকে ১৫০ টাকা। |
ধনেপাতা | ২০০ টাকা থেকে ৪০০ টাকা। |
জিরা | ৯৫০ টাকা থেকে ১,১০০ টাকা। |
চিনির দাম | ১৩০ টাকা থেকে ১৪০ টাকা। |
আয়োডিন যুক্ত লবন | ৩৮ টাকা থেকে ৪২ টাকা। |
দেশি আঁদা | ৩৪০ টাকা থেকে ৩৫০ টাকা। |
দেশি হলুদ | ২২০ টাকা থেকে ৩০০ টাকা। |
দেশি শুকনা মরিচ | ৪০০ টাকা থেকে ৪৩০ টাকা। |
দেশি রসুন | ১৮০ টাকা থেকে ২২০ টাকা। |
আমদানি পিঁয়াজের দাম | ৪০ টাকা থেকে ৪৫ টাকা। |
দেশি পিঁয়াজের দাম | ৬০ টাকা থেকে ৬৫ টাকা। |
*আজকের মসলা জাতীয় পন্যের মূল্যে তালিকা প্রতি ০৭ দিন পরপর আপডেট করা হবে। |
আরওঃ
স্মৃতি নিয়ে সেরা ৫০ টি ফেসবুক স্ট্যাটাস ও ক্যাপশন
বাইক এক্সিডেন্ট নিয়ে ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন এবং কিছু উক্তি
জন্মদিনের শুভেচ্ছা বার্তা স্ট্যাটাস ক্যাপশন উক্তি এবং কবিতা
ইসলামিক স্ট্যাটাস ক্যাপশন এবং উক্তি
শীতকাল নিয়ে ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন উক্তি এবং কবিতা
অর্থসহ শিশুদের সুন্দর ইসলামিক কিছু নাম সমূহ
আজকের সয়াবিন তেলের বাজার মূল্য কত?
আমরা সকলেই জানি যে, সয়াবিন তেল মূলত দুইভাবে পাওয়া যায়। একটি বোতলের মধ্যে এবং অন্যটি খোলা সয়াবিন তেল।
আর দামের দিক থেকেও এই দুই ধরনের তেলে পার্থক্য আছে।
তো বর্তমান সময়ে যদি আপনি বোতলজাত সয়াবিন তেল কিনে নেন। তাহলে আপনাকে পূর্বের তুলনায় ১২ টাকা বেশি
দিয়ে মোট ১৯৯ টাকায় সয়াবিন তেল কিনতে হবে। তবে কোনো কোনো বাজারে আপনি ১৯৫ টাকা দিয়ে বোতলজাত
সয়াবিন তেল কিনতে পারবেন।
আর খোলা সয়াবিন তেল আপনি এর থেকেও কম রেটে কিনতে পারবেন। কেননা, বর্তমান সময়ে খোলা সয়াবিন
তেলের লিটার হলো প্রায় ১৭০ টাকা থেকে শুরু করে ১৭৫ টাকা পর্যন্ত।
আজকের পিঁয়াজের বাজার মূল্য কত?
যদি আপনি আজকে পিঁয়াজ কিনতে যান। তাহলে লক্ষ্য করবেন যে, আগের তুলনায় পেঁয়াজের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে।
এর কারণ দেশি পিয়াজ এর দাম এখন ৬০ টাকা থেকে ৬৫ টাকা দিয়ে কিনতে হবে।
আর আপনি যদি আমাদানিকৃত পেঁয়াজ কিনতে চান। তাহলে আপনাকে ৪৫ টাকা থেকে ৫০ টাকা দিয়ে কিনতে হবে।
তবে আমদানিকৃত পেঁয়াজ এর দামও আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে।
আজকের মুরগীর বাজার মূল্য কত?
মুরগীর দামের ক্ষেত্রে দেশি ও ব্রয়লার মুরগীর অনেক পার্থক্য আছে। কেননা, যদি আপনি আজকে দেশি মুরুগী ক্রয় করেন। তাহলে আপনাকে মোট ৬০০ টাকা থেকে ৬৫০ টাকা দিয়ে কিনতে হবে।
আর আপনারা যারা ব্রয়লার মুরগী কিনতে চান। তারা দেশি মুরগীর চাইতে অনেক কম দামে ব্রয়লার মুরগী কিনতে পারবেন।
কেননা, আজকে ব্রয়লার মুরগীর দাম হলো, ১৮০ টাকা থেকে ১৯০ টাকা। তবে যদি আপনি সোনালী মুরগী নিতে চান। তাহলে
আপনাকে ২৮০ টাকা থেকে ২৯০ টাকা দিয়ে কিনতে হবে।
আজকের চালের বাজার মূল্য কত?
বর্তমান বাজারে আপনি বিভিন্ন প্রকারের চাল দেখতে পারবেন। আর সে কারণে চালের দামের ক্ষেত্রেও যথেষ্ট ভিন্নতা আছে।
তো যদি আপনি আজকে চিকন চাল কিনে নেন। তাহলে আপনাকে মোট ৬০ টাকা থেকে শুরু করে ৭৫ টাকা দিয়ে কিনতে হবে।
আর যদি আপনি মাঝারি চাল কিনে নেন। যেমন, পাইজাম অথবা লতা চাল। তাহলে আপনাকে মোট ৫০ টাকা থেকে
শুরু করে ৫৫ টাকা দিয়ে কিনতে হবে।
কিন্তুু আপনি যদি মোটা চাল কিনে নেন। তাহলে আপনি কিছুটা কম টাকা দিয়ে চাল কিনতে পারবেন। কেননা,
আজকের বাজারে মোটা চালের মূল্যে হলো প্রায় ৪৮ টাকা থেকে ৫২ টাকা।
আজকের বাজার মূল্য তালিকা কি সারাদেশে প্রযোজ্য?
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা ২০২৩ না, আজকের আলোচনায় যে বাজার মূল্য তালিকা শেয়ার করা হয়েছে। সেটি মূলত ঢাকা ও ঢাকার নিকটবর্তী এলাকার জন্য
প্রযোজ্য। আর সে কারণে আপনি যদি অন্যান্য অঞ্চলের মানুষ হয়ে থাকেন। তাহলে আপনি এই দ্রব্যমূল্যের সাথে কোনো
প্রকার মিল খুজে পাবেন না।
এছাড়াও আজকের বাজার মূল্য তালিকায় শাকসবজির দাম উল্লেখ করা হয়নি। এর কারণ হলো, স্থান ভেদে শাক সবজির
দাম ভিন্ন ভিন্ন হয়। সে কারণে আজকে কত টাকা দিয়ে শাক সবজি কিনতে পারবেন। সেটা কখনোই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।