" " " "
Responsive Menu
Add more content here...

স্কুলের বেতন মওকুফের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন

স্কুলের বেতন মওকুফের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন

স্কুলের বেতন মওকুফের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন Application to Headmaster for Waiver of

School Salary: আপনি যখন স্কুলের বেতন মওকুফ করার জন্য আবেদন করবেন তখন আপনাকে আবেদন করার

সঠিক পদ্ধতি সম্পর্কে আবগত হতে হবে। আর সে জন্য আজকে আমি আপনাকে স্কুলের বেতন মওকুফের জন্য

প্রধান শিক্ষকের নিকট আবেদন করার নিয়ম নিয়ে পোস্ট করছি ।

 যা নিচে উল্লেখ করা হলো।

স্কুলের বেতন মওকুফের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন

বেতন মওকুফের জন্য আবেদনের ফরম্যাট

বরাবর,

 প্রধান শিক্ষক,

 [স্কুলের নাম],

 [স্কুলের ঠিকানা],

 বিষয়: স্কুলের বেতন মওকুফের আবেদন

 বিনীত নিবেদন,

 আমি, [আপনার নাম], [শ্রেণী] বিভাগের একজন ছাত্র/ছাত্রী। আমি গত [শিক্ষাবর্ষ] সাল থেকে আপনার বিদ্যালয়ে পড়াশুনা করছি। আমি অত্যন্ত সুশীল ও মেধাবী ছাত্র/ছাত্রী হিসেবে পরিচিত। আমি স্কুলের সকল নিয়ম-কানুন মেনে চলি এবং সকল পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করি।

আমার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। আমার বাবা একজন দিনমজুর এবং মা একজন গৃহিণী। আমাদের পরিবারের আয় খুবই অল্প। আমার বাবা-মা আমার পড়াশুনার জন্য যতটা পারেন সাহায্য করেন। কিন্তু আমার স্কুলের বেতন পরিশোধ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

আমি খুবই ইচ্ছুক আপনার বিদ্যালয়ে পড়াশুনা চালিয়ে যেতে। কিন্তু আমার পরিবারের আর্থিক অবস্থার কারণে আমি স্কুলের বেতন পরিশোধ করতে পারছি না। তাই আপনার কাছে বিনীত অনুরোধ, আমার স্কুলের বেতন মওকুফ করার জন্য আপনার আন্তরিক দৃষ্টি আকর্ষণ করছি।

 আশা করি, আপনার মহানুভবতার দ্বারা আমার এই আবেদনটি মঞ্জুর হবে।

 ধন্যবাদান্তে, 

[আপনার নাম]

 [শ্রেণী] বিভাগ

 [তারিখ]

আরওঃ

স্মৃতি নিয়ে সেরা ৫০ টি ফেসবুক স্ট্যাটাস ও ক্যাপশন

See also  এইচএসসি পরীক্ষার রুটিন (২০২৩)

বাইক এক্সিডেন্ট নিয়ে ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন এবং কিছু উক্তি

জন্মদিনের শুভেচ্ছা বার্তা স্ট্যাটাস ক্যাপশন উক্তি এবং কবিতা

ইসলামিক স্ট্যাটাস ক্যাপশন এবং উক্তি

শীতকাল নিয়ে ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন উক্তি এবং কবিতা

অর্থসহ শিশুদের সুন্দর ইসলামিক কিছু নাম সমূহ

অর্ধেক বেতন মওকুফের জন্য আবেদন দরখাস্ত

উপরে যে আবেদন এর ফরম্যাট দেয়া হয়েছে সেটি আপনি আপনার স্কুলের বেতন মওকুফ করার কাজে ব্যবহার করতে পারবেন। তবে আমাদের  বিভিন্ন সময় অর্ধেক বেতন মওকুফের জন্য আবেদন করতে  হয়। তো সেই সময় আপনি নিচে আপনাদের জন্য দেখানো হল। আবেদন এর ফরম্যাট টি ব্যবহার করতে পারবেন। যেমন, 

বিষয়: স্কুলের বেতন অর্ধেক মওকুফের আবেদন

 বরাবর,

 প্রধান শিক্ষক,

 [স্কুলের নাম],

 [স্কুলের ঠিকানা],

 বিনীত নিবেদন,

আমি, [আপনার নাম], [শ্রেণী] বিভাগের একজন ছাত্র/ছাত্রী। আমি গত [শিক্ষাবর্ষ] সাল থেকে আপনার বিদ্যালয়ে পড়াশুনা করছি। আমি অত্যন্ত সুশীল ও মেধাবী ছাত্র/ছাত্রী হিসেবে সবার কাছে পরিচিত। আর আমি স্কুলের সকল নিয়ম-কানুন মেনে চলি এবং সকল পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেঠি।

কিন্তুু আমার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। আমার বাবা একজন [পেশা] এবং মা একজন [পেশা]। যার কারণে আমাদের পরিবারের আয় খুবই অল্প। তবুও আমার বাবা-মা আমার পড়াশুনার জন্য যতটা পারেন সাহায্য করেন। কিন্তু খারাপ পরিস্থিতির কারণে আমার স্কুলের সম্পূর্ণ বেতন পরিশোধ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

আর আমি আপনার বিদ্যালয়ে পড়াশুনা চালিয়ে যেতে ইচ্ছুক। কিন্তু আমার পরিবারের আর্থিক অবস্থার কারণে আমি স্কুলের সম্পূর্ণ বেতন পরিশোধ করতে পারছি না। তাই আপনার কাছে বিনীত অনুরোধ, আমার স্কুলের বেতন অর্ধেক মওকুফ করার জন্য আপনার আন্তরিক দৃষ্টি আকর্ষণ করছি।

আশা করি, আপনার মহানুভবতার দ্বারা আমার এই আবেদনটি মঞ্জুর হবে।

 ধন্যবাদান্তে,

 [আপনার নাম]

 [শ্রেণী] বিভাগ

 [তারিখ]

আবেদন ফরম্যাট সম্পর্কে কিছুকথা

উপরে শেয়ার করা ফরম্যাট গুলোতে যেখানে আপনার নাম, তারিখ, স্কুলের নাম ইত্যাদি ফাঁকা অংশ আছে। সেই গুলোতে আপনার নিজের নাম ও ঠিকানা ব্যবহার করতে হবে। তবে আপনি চাইলে এই ফরম্যাট ব্যবহার করার পাশাপাশি আরো অন্যান্য বিষয় গুলো তুলে ধরতে পারবেন।

See also  HSC short syllabus 2023 (UP-DATED)

আপনার জন্য আমাদের কিছুকথা

স্কুলের বেতন মওকুফের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন আপনি যখন আপনার স্কুলের প্রধান শিক্ষকের কাছে আবেদন করবেন। তখন আপনাকে অবশ্যই আবেদন করার নিয়ম গুলো সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে হবে। আর আপনি যেন সেই নিয়ম গুলো জানতে পারেন। সে কারণে আজকের আর্টিকেলে বেতন মওকুফের কিছু সহজ ফরম্যাট শেয়ার করা হয়েছে।

আর আপনি যদি শিক্ষা বিষয়ক এমন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য গুলো বিনামূল্যে জানতে চান। তাহলে নিয়মিত আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top