দুর্গা পূজা নিয়ে ফেসবুক স্ট্যাটাস,কবিতা ও ক্যাপশন। দুর্গা পূজা নিয়ে কিছু শুভেচ্ছা বার্তা শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ২০২৩
সুপ্রিয় দর্শক বৃন্দ। আশা করি সবাই ভাল আছেন। দুর্গা পূজা নিয়ে ফেসবুক স্ট্যাটাস,কবিতা দুর্গাপূজার শুভেচ্ছা বার্তা মেসেজ কবিতা ও ক্যাপশন ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার জন্য অনেকে খোঁজ করে থাকেন। আজকের এই লেখাটি সম্পূর্ণ তাদের জন্য। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক দুর্গাপূজা সম্পর্কে স্ট্যাটাস শুভেচ্ছা বার্তা ক্যাপশন কবিতা নিয়ে আজকের লেখাটি।

দুর্গা পূজার শুভেচ্ছা বার্তা
1. মা গো তুমি জগৎ জননী,
করো সবারই ভালো…
সকলের মনের অশেষ কষ্ট নিয়ে,
দিও খুশির আলো…
শুভ দূর্গা পূজা
2. সু বিশাল নীল আকাশে মেঘের ভেলা
পদ্মা ফুলের পাপড়ি মেলা,
ঢাকের তালে কাঁশের খেলা
আনন্দে কাটুক শারদ বেলা!
3. আনন্দ এবং উচ্ছাস থাকুক সকলের ঘরে,
পরিবার ও ভালোবাসার মানুষদের
নিয়ে সুখী হােক সকলে।
শুভ দূর্গা পূজা. . . .
4. মায়ের আশীর্বাদ থাকুক আমাদের সকলের ওপর,
সুস্থ্য থাকুক সকলে,
আনন্দ আসুক সবার ঘরে ঘরে,
ভালোবাসায় ভরে উঠুক জীবন…
শুভ দূর্গা পূজা
5. শুভ শারদীয়ার শুভেচ্ছা
জানাই সকলকে।
মা দুর্গা সকলের জীবন
খুশি এবং আনন্দে ভরিয়ে তুলুন।
6. পুজোর এই পাঁচদিন ভরে উঠুক খুশিতে,
তোমাকে ও তোমার পরিবারের
সকলকে সুস্থ্য রাখুক মা
এই প্রার্থনা করি…
শুভ দূর্গা পূজা
7. এই পবিত্র অনুষ্ঠানে তোমার
জীবন খুশিতে ভরে উঠুক,
মা দুর্গা দু-হাত ভরে
তোমাকে আশীর্বাদ দান করুক।
শুভ দূর্গা পূজা
8. আনন্দ আর ভালোবাসার প্রতিমুখ নিয়ে,
মা দুর্গা এলেন সকলের ঘরে…
প্রার্থনা করি তিনি সকলের মঙ্গল করুন…
শুভ দূর্গা পূজার শুভেচ্ছা
9. শরৎকালের রোদের ঝিলিক
শিউলি ফুলের মন মাতানো গন্ধ,
মা এসেছে ঘরে ঘরে তাইতো
মনে এত আনন্দ!!
শুভ দূর্গা পূজা
10. কাশ ফুল ঘেরা তোমার দুনিয়ায় ভরে দাও আলো,
এসেছেন মা কৈলাস থেকে করতে সকলের ভালো।
শুভ দূর্গা পূজা
11. বছর শেষে মা এসেছে,
ঘরে ঘরে তাই আনন্দের জোয়ার যাচ্ছে বইয়ে,
মায়ের আশীর্বাদে, সমৃদ্ধ হোক সবার সংসার।
শুভ দূর্গা পূজা
12. শুভ দূর্গা পূজার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার জীবন ভরে উঠুক
খুশি ও আনন্দে…
13. খুশিতে মেতে উঠুক সকলের মন,
মা দুর্গার মর্ত্যধামে হলো আগমন।
নতুন জামাই সেজে উঠুক সবাই,
শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা জানাই।
14. দূর্গা পূজার এই শুভ মুহূর্তে
সকলকে জানাই
অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা…
কামনা করি মা দুর্গার আশীর্বাদে
সবার জীবন আনন্দে ভরে উঠুক।
শুভ দূর্গা পূজা
আরও
সুইডেনে কাজের ভিসা ও বেতন ২০২৩
অনলাইনে পল্লী বিদ্যুৎ মিটার আবেদন। আবেদন ফি কত?
পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন
বাইক নিয়ে স্ট্যাটাস ক্যাপশন উক্তি।
টাঙ্গাইল জেলার সেরা ২ টি দর্শনীয় স্থান।
দুর্গা পূজা নিয়ে স্ট্যাটাস
1. বছর পরে,মা দুর্গা এলো আজ,
ভুলে যাও তাই সকল কাজ,
নেচে ওঠো ঢাকের তালে তালে,
প্রার্থনা করি সুস্থ্য থাকুক সকলে…
হ্যাপি দুর্গা পূজা
2. দূর্গা পূজার এই দিন
গুলিতে সুখে থাকুক সবাই,
এসো সবাই মনের দরজা খুলে,
আনন্দে, ভালোবাসায় আজকের
দিনটি কাটাই…
শুভ দূর্গা পূজা
3. মা দুর্গার দোয়া এবং আশীর্বাদে
পৃথিবী থেকে দূরীভূত হোক
সব দুঃখ-কষ্ট,
ব্যথা-বেদনা, পাপ-অন্যায়,
দূর্গা পূজার পূণ্য-পাবনে
সকলকে জানাই পরম শুভেচ্ছা…
3. মা দুর্গার আশীর্বাদ সর্বদা
আপনার উপর থাকুক,
সুখ এবং সমৃদ্ধি আপনার সাথে থাকুক,
আপনার সকল চাওয়া পাওয়া পূর্ণ হোক।
শুভ শারদীয়া
4. মা দুর্গার আশীর্বাদে তোমার মনের
সকল আশা পূর্ণ হোক,
তুমি সুখে ও আনন্দে থাকো।
এই কামনা নিয়ে তোমাকে
দূর্গা পূজার শুভেচ্ছা জানাই।
5. আপনার ও আপনার পরিবারের
সকলের জন্য রইল শুভ
দূর্গা পূজার শুভেচ্ছা
সহ অনেক
ভালোবাসা ও শুভ কামনা।
শুভ শারদীয়া
6. মায়ের আশীর্বাদে
তোমার জীবন সাফল্য আর
আনন্দে ভরে উঠুক কামনা করি।
শুভ শারদীয়া
7. দূর্গা পূজার মতোই আনন্দময়
হোক প্রতিটি দিন প্রতিটি ক্ষণ।
সুন্দর হোক তোমার জীবন,
পূরণ হোক সব চাওয়া পাওয়া।
শুভ দূর্গা পূজা
8. এই শুভ দুর্গা পূজাতে,
মায়ের আশীর্বাদ
তোমার ওপর পড়ুক…
তোমার জীবন সুখ-শান্তি
এবং আনন্দে পূর্ণ থাকুক…
শুভ শারদীয়া
9. স্বপ্নগুলো সত্যি হোক,
সকল আশা পূরণ হোক,
দুঃখগুলো দূরে যাক,
সুখে জীবন ভরে যাক,
জীবনটা হোক ধন্য,
শারদীয়ার শুভেচ্ছা
তোমার জন্য…
10. মা দুর্গার আশীর্বাদে
তোমার জীবনে চির সুখ ও শান্তি আসুক,
এবং সাফল্যের সব রাস্তা
তোমার জন্য খুলে যাক।
শুভ দূর্গা পূজা
11. সকল দুঃখ বেদনা ভুলে গিয়ে
দুর্গা পূজার আানন্দে
মেতে উঠুক সবার মন
সবাইকে শুভ দূর্গা পূজার
শুভেচ্ছা ও অভিনন্দন।
12. এই উৎসবের দিন গুলিতে,
দুর্গা মা তোমার জীবনকে খুশি এবং আনন্দ দিয়ে
ভরে তুলুক,
তোমার মনে শান্তির সঞ্চার হোক।
শুভ শারদীয়া
শারদীয় দূর্গা পূজার মেসেজ
1. দুর্গা পূজা নিয়ে আসুক আনন্দ আর সুখ,
মুছে যাক সব দুঃখ বেদনা।
শুভ শারদীয়া
2. আমার তরফ থেকে আপনাকে শারদীয়ার অনেক শুভেচ্ছা।
পুজোর দিন গুলিকে আনন্দের এবং খুশির সাথে উপভোগ করুন।
শুভ শারদীয়া
3. দূর্গা পূজার এই আনন্দের মুহূর্তে,
আমার আন্তরিক
শুভেচ্ছা তোমার জন্য রইলো…
কামনা করি দুর্গা মা
যেন তোমার জীবনে তাঁর
আশীর্বাদ সবসময় বজায় রাখেন।
শুভ দূর্গা পূজা
4. শরৎকাল, হিমেল হাওয়া
আনমনে তাই হারিয়ে যাওয়া,
কাশফুল আর ঢাকের তালে
শিউলি দোলে ডালে-ডালে,
মা এসেছে বছর ঘুরে
পূজোর হাওয়া তাই জগৎ জুড়ে!!
শুভ দূর্গাপূজা
দূর্গা পূজার ক্যাপশন
1. শিউলি ফুলের গন্ধে যেন ভরে গেল মন
কাশফুলের শোভায়ে জুরাল দুটি নয়ন,
আগমনের বার্তা বয়ে বাজছে ঢাকের সুর
শারদীয়ার দিনগুলো হোক আনন্দ এবং মধুর !
শুভ শারদীয়া
2. শরৎ মেঘে ভাসলো ভেলা
কাঁশ ফুলেতে লাগলো দোলা,
ঢাকের উপর পড়ুক কাঁঠি
পুজো কাটুক ফাটাফাটি !
শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা
দুর্গাপূজা নিয়ে কবিতা
1. ঢাকের আওয়াজ হয় কুর-কুর
শোনা যায় সেই মধুর আগমনী সুর
মায়ের এবার আসার পালা
শুরু হলো মজার খেলা
তাই নিয়ে এই আনন্দিত মন
জানাই আগাম অভিনন্দন !
শুভ দূর্গা পূজা
2. শিউলি ফুলের গন্ধ,
তুলোর মতো মেঘ
ঢাকের বাজনা জানিয়ে
দিচ্ছে মায়ের আগমন !!
শুভ দূর্গা পূজা
3. ষষ্ঠিতে থাকে নতুন ছোঁয়া
সপ্তমী হোক শিশির ধোয়া,
অঞ্জলি দেওয়া হবে অষ্টমিতে
ঘোরা-ফেরা হবে নবমীতে,
দশমীতে হবে মিষ্টি মুখ
পুজো তোমার খুব জমুক !!
শুভ দুর্গাপূজা
4. ঢাকেতে পরেছে কাঠি
পূজো এবার হবে ফাটাফাটি,
পূজো নিয়ে কত না কত আশা
ইচ্ছে পূরণের অভিলাশা !!
শুভ দূর্গা পূজা
5. বাজলো সূর ঢাকের তালে
মা এবার এসেছেন শরৎকালে,
ভেজা তুলোর মেঘের ভেলা
কাটছে সময়, কাটছে বেলা।
ভাবনা চিন্তা না করে
মাকে নাও এবার আপন করে !!
শুভ দূর্গা পূজা
পরিশেষে
আশা করা যায় আজকের দুর্গা পূজা নিয়ে ফেসবুক স্ট্যাটাস,কবিতা লেখাটি আপনাদের ভালো লেগেছে। লেখাটি ভালো লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। লেখাটি পড়ার জন্য জন্য অসংখ্য ধন্যবাদ