Responsive Menu
Add more content here...

এসিআই কোম্পানির নতুন জব সার্কুলার (২০২৩)

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেড সাম্পপ্রতিককালে কয়েকদিন পূর্বেই নিয়োগ প্রজ্ঞাপন পাবলিশ করেছে। এই ব্লগে আমরা এই কোম্পানিটির সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানব। তাহলে চলুন আরম্ভ করা যাক এই নিয়োগ বিজ্ঞপ্তির ব্লগটি।

আপনারা এই কোম্পানিটিতে ৩০ জুন পর্যন্ত আবেদন করার জন্য সময় পারবেন।

কোম্পানিটির নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেড

এসিআই কোম্পানির নতুন জব সার্কুলার (২০২৩)

পদ : Assistant Manager, Risk Management & Internal Audit

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্বনামধন্য পাবলিক/প্রাইভেট বিশ্ববিদ্যালয় হতে বিবিএ/এমবিএ ডিগ্রি

অভিজ্ঞতা: ৪-৫ বছর

চাকরির ধরন: ফুল টাইম

বয়স: ৩০ থেকে ৩২ বছর

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, উৎসব ভাতা ২টি, সপ্তাহে দুই দিন ছুটি, বার্ষিক বেতন বৃদ্ধিসহ কোম্পানির বিধান অনুযায়ী অন্যান্য সুবিধা

কর্মস্থল: ঢাকার তেজগাঁও

আবেদনের নিয়ম: আগ্রহীরা স্কিল ডটজবস-এর সাহায্যে অ্যাপ্লাই করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩০ জুন, ২০২৩

 তো আর দেরি কেন  আপনারা দ্রুত এই সুযোগটি নিয়ে নিন। আর আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল করুন সবার জন্য দোয়া রইল আশা করি আপনারা চাকরি টা পেয়ে আপনাদের পরিবারের সবার মুখ উজ্জ্বল করবেন।

 ব্লগটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

See also  বাংলাদেশ নিরাপদ খাদ্য প্রশাসন (বিএফএসএ) জব সার্কুলার ২০২৩।
Scroll to Top