এইচএসসি (HSC) বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩

এইচএসসি (HSC) বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩

এইচএসসি (HSC) বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩ এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম | আপনি আমাদের আজকের এই পোস্টে নিয়মটি বিস্তারিত জানতে পারবেন।

ফলাফল প্রকাশের পর দিন থেকে সকল পরীক্ষার রেজাল্টে যারা কাঙ্ক্ষিত ফলাফল পায়নি অথবা এই ফলাফলে অসন্তুষ্ট

তাদের খাতা পুনঃনিরীক্ষন আবেদন বা বোর্ড চ্যালেঞ্জ করার সুবিশাল সুযোগ রয়েছে। আজকে আমাদের এই পোস্টটিতে

বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ও সঠিক আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করবো।

বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম 

ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোন ধরনের আপত্তি অথবা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশ করার

এক মাসের মধ্যে পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষন বা বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আবেদন করতে পারে প্রতিটি শিক্ষার্থী।

ফলাফল আশানুরুপ না হলে শিক্ষার্থীদের মনে যদি কোন অনিশ্চয়তা দেখা দেয় তাদের সেই অনিশ্চয়তা দূর করার জন্য

খাতা পুনঃনিরীক্ষণ করার সুযোগ দিয়ে থাকে, যেটা ফলাফল পুনঃনিরীক্ষণ, বোর্ড চ্যালেঞ্জ, ফলাফল পুনঃমূল্যায়ন, HSC

Rescrutiny Process ইত্যাদি নামে সবার কাছে সুপরিচিত।

বোর্ড চ্যালেঞ্জ করার আবেদন পদ্ধতি

বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনঃনিরীক্ষণ করতে যা যা লাগবেঃ যেকোনো পাবলিক পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনঃনিরীক্ষণ

আবেদন করতে আপনার একটি টেলিটক প্রিপেইড সিম কার্ডের প্রয়োজন পড়বে। সেই সাথে আবেদনকারীর রোল নম্বর, ফোন

নম্বর, যে বিষয়ের জন্য আবেদন করতে চাই সেই বিষয় কোড এর প্রয়োজন পড়বে। এখানে আপনার যদি কোন টেলিটক সিম

না থাকে বা আপনি যদি নিজে নিজে বোর্ড চ্যালেঞ্জ করতে না পারেন, সেইক্ষেত্রে আপনার এলাকায় নিকটস্ত যে কোন

কম্পিউটারের দোকান থেকে অনায়াসে করে নিতে পারেন।

এইচএসসি (HSC) বোর্ড চ্যালেঞ্জের নিয়ম জানুন

শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল থেকে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যায়। আবেদন করতে মােবাইলের Message

অপশনে গিয়ে RSC লিখে <Space> দিয়ে শিক্ষা বাের্ডের নামের প্রথম তিন অক্ষর লেখার পর <Space> দিয়ে শিক্ষার্থীর রােল

নাম্বার লিখে <Space> দিয়ে Subject Code লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে। এক্ষেত্রে প্রতিটি বিষয় বা প্রতিটি পত্রের

জন্য ১৫০ টাকা হারে ফি প্রযােজ্য হবে।

• ফিরতি SMS-এ আবেদন ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN Number প্রদান করা হবে। আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে RSC লিখতে হবে তারপর <Space> দিয়ে YES লিখে <Space> Tricy PIN Number free <space> free Contact Number লিখে Send করতে হবে 16222 নাম্বারে।

• একই SMS-এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে Subject Code পর্যায়ক্রমে কমা (,) দিয়ে লিখতে হবে। 

More:

৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি

একাকিত্ব নিয়ে ফেসবুক ক্যাপশন কবিতা উক্তি এবং স্ট্যাটাস

মালয়েশিয়ায় সেরা কয়েকটি শ্রমিক ভিসা এর সুযোগ সুবিধা এবং বেতন

সুইডেনে কাজের ভিসা ও বেতন ২০২৩

বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কোথায় পাবেন

বোর্ড চ্যালেঞ্জের ফলাফল পাওয়া একদম সহজ। খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করার সময় যেই নম্বর দিবেন সেই নম্বরে ম্যাসেজ এর মাধ্যমে রেজাল্ট জানিয়ে দেওয়া হয়ে থাকে। এছাড়া প্রত্যেকটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়েও দেখা যাবে। যাদের ফলাফল পরিবর্তিত হয়েছে তাদের তালিকা প্রকাশ করা হয়। মনে রাখতে হবে, যাদের ফলাফল পরিবর্তন হয়নি তাদের ফলাফল ওয়েবসাইটে প্রদর্শন করা হবে না। সার্ভার সমস্যা দেখা দিলে মোবাইলে ফলাফলের এসএমএস পেতে একটু সময় লাগতে পারে। মাঝেমধ্যে এক-দুই দিন পরও এই ম্যাসেজ আসতে পারে। রেজাল্ট অপরিবর্তিত থাকলেও মোবাইলে ম্যাসেজ করে জানানো হয়ে থাকে।

শেষ কথা

আজকে আমরা জানতে পারলাম এসএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হয়। আশা করা যায় আজকের এই পোস্টটি আপনাদের অনেক উপকারে আসবে। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

Scroll to Top