Responsive Menu
Add more content here...

বাংলাদেশের সবচেয়ে বড় দূর্গা পুজার মন্ডপ

বাংলাদেশের সবচেয়ে বড় দূর্গা পুজার মন্ডপ

সবাইকে জানাই শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভাল আছেন। বাংলাদেশের প্রায় প্রত্যেকটি অঞ্চলে দূর্গাপূজা

অনুষ্ঠিত হয়। এই পূজাটি হিন্দু ধর্মালম্বীদের কাছে সবচেয়ে বড় অনুষ্ঠান হিসাবে বিবেচনা করা হয়। প্রত্যেকটি অঞ্চলে এই সময় লোকজন

তাদের মাকে বরণ করে নেয়। আমাদের মাঝে অনেকেই জানতে আগ্রহী যে এই এতগুলো পুজোর মধ্যে সবচেয়ে বড় পুজো কোথায় হয়বাংলাদেশ।

এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের লেখাটিতে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের লেখাটি।

rtfg

হাকিমপুর শিকদার বাড়ির দুর্গা পূজা

দেশের সবচেয়ে বড় দুর্গাপূজা অনুষ্ঠিত হয় বাগেরহাটে। বাগেরহাটের পূজা মানেই সাধারণ মানুষের কাছে হাকিমপুর শিকদার বাড়ির

দুর্গা পূজার মন্ডপ। এখানেই হয় বাংলাদেশের সবচেয়ে বড় দূর্গাপূজার আয়োজন। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবছর 501 টি

প্রতিমা নিয়ে থাকছে দেশের সব থেকে বড় এ মন্ডপের আয়োজন। গত ৮ বছর ধরে বিশিষ্ট ব্যবসায়ী লিটন সিকদার মহা ধূমধামে

দুর্গাপূজার আয়োজন করে আসছেন।

কাড়াপাড়া গ্রামের রামকৃষ্ণ পূজা মন্দির

দেশের বিভিন্ন জেলার লোকজনসহ ভারত থেকেও এই পূজা দেখতে আসেন অনেক দর্শনার্থী। এছাড়া বাগেরহাট সদরের কাড়াপাড়া

ইউনিয়নের কাড়াপাড়া গ্রামের রামকৃষ্ণ সেবাশ্রমের সার্ব-জনীন পূজা মন্দির, চুলকাঠি বাজারের বণিকপাড়া সার্ব-জনীন পূজা মন্দির, পোলঘাট সার্ব-জনীন পূজা মন্দির এবং ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের বেতাগা মমতলা সার্ব-জনীন পূজা মন্ডগুলোতে বেশি সংখ্যক প্রতিমা তৈরির প্রতিযোগিতা চলছে।

শিকদার বাড়ি পূজা

প্রতিমা তৈরি সম্পন্ন হওয়ার অনেক আগেই অনেক দর্শনার্থী মন্ডপে প্রতিমা দেখতে আসা শুরু করেছেন। শিকদার বাড়ি পূজা মন্ডপ প্রতিমার সারি দেখে অনেকেই মুগ্ধ হচ্ছেন এবং ধন্যবাদ জানাচ্ছেন আয়োজকদের। পাবনা থেকে মন্ডপ দেখতে আসা লোকজনদের মুখে শোনা যায় ‘বাগেরহাটে এত বড় আয়োজন- সুযোগ হলো তাই পাবনা থেকে এসে দেখলাম অনেক ভাল লাগলো,ধন্যবাদ যারা আয়োজনে অংশগ্রহণ করেছেন।

See also  শীতে সুস্থ থাকতে এইসব পানীয় পান করুন

ছয় মাস ধরে ১৫ জন কারিগর তাদের নিপূণ হাতে প্রতিমা তৈরির কাজ করে। শেষ সময়ে রং তুলির কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছে তারা। তাদের এখন দম ফেলার সময় নেই। বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা দিতে বাগেরহাটে ব্যবস্থা নেয়া হয়েছে। গত বছর ২০২২ সালে বাগেরহাট জেলায় ৬৬৮টি মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হয়েছিল। এবছর দুর্গাপূজা কিছু বেশি হওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামি 20 অক্টোবর মহালয়ার মধ্যে দিয়ে শারদীয় দূর্গোৎসবের শুভ সূচনা হবে। বাংলাদেশের সবচেয়ে বড় দূর্গা পুজার মন্ডপ. দেবীদুর্গা এবছর ঘোড়ায় চড়ে আসবেন আর যাবেনও ঘোড়ায় ।

More

পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন

বাইক নিয়ে স্ট্যাটাস ক্যাপশন উক্তি।

মাহামুদুল হাসান আদর্শ কলেজ।

টাঙ্গাইল জেলার সেরা ২ টি দর্শনীয় স্থান।

গ্রীন লাইন বাসের কাউন্টার নম্বর টিকিটের মূল্য ২০২৩ (Green Line)

Scroll to Top