Responsive Menu
Add more content here...

বাংলাদেশের পতাকা

বাংলাদেশের পতাকা

বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত বেষ্টিত। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীককে তুলে ধরে, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীককে তুলে ধরে। বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারীভাবে গ্রহণ করা হয়।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তথা মুক্তিযুদ্ধের সময় প্রায় একই রকম দেখতে একটি পতাকা ব্যবহার করা হতো, যেখানে মাঝের লাল বৃত্তের ভেতর হলুদ রংয়ের একটি মানচিত্র আঁকা ছিল। ১২ জানুয়ারি, ১৯৭২ তারিখে বাংলাদেশের পতাকা থেকে মানচিত্রটি সরিয়ে ফেলা হয়। পতাকার উভয় পাশে সঠিকভাবে মানচিত্রটি ফুটিয়ে তোলার অসুবিধা পতাকা থেকে মানচিত্রটি সরিয়ে ফেলার অন্যতম প্রধান কারণ ছিল।

পতাকা ব্যবহারের মাপ


ভবনে ব্যবহারের জন্য পতাকার বিভিন্ন ধরনের মাপ হলো—
১০ বাই ৬ ফুট (৩.০ বাই ১.৮ মি. )
৫ বাই ৩ ফুট (১.৫২ বাই ০.৯১ মি. )
২.৫ বাই ১.৫ ফুট (৭৬০ বাই ৪৬০ মি. মি. )

মোটরগাড়িতে ব্যবহারের জন্য পতাকার বিভিন্ন ধরনের মাপ নিচে দেওয়া হলো—

ক) ১৫ বাই ৯ ইঞ্চি (৩৮০ বাই ২৩০ মি. মি. ) (বড় গাড়ীর জন্য)

খ) ১০ বাই ৬ ইঞ্চি (২৫০ বাই ১৫০ মি. মি. ) (মাঝারি ও ছোট আকারের গাড়ীর জন্য)

আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে ব্যবহারের জন্য টেবিল পতাকার মাপ হল—
১০ বাই ৬ ইঞ্চি (২৫০ বাই ১৫০ মি. মি. )

ব্যাখ্যা: পতাকার দৈর্ঘ্য ১০ ফুট হলে প্রস্থ হতে হবে ৬ ফুট, লাল বৃত্তের ব্যাসার্ধ হবে ২ ফুট, পতাকার দৈর্ঘ্যের সাড়ে ৪ ফুট ওপরে প্রস্থের মাঝ বরাবর অঙ্কিত আনুপাতিক রেখার ছেদ বিন্দু হবে লাল বৃত্তটির কেন্দ্রবিন্দু।

MORE:

বাইক এক্সিডেন্ট নিয়ে ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন এবং কিছু উক্তি

See also  অনলাইনে পাসপোর্ট করার নিয়ম ও পাসপোর্ট করতে কি কি লাগে 

জন্মদিনের শুভেচ্ছা বার্তা স্ট্যাটাস ক্যাপশন উক্তি এবং কবিতা

ইসলামিক স্ট্যাটাস ক্যাপশন এবং উক্তি

শীতকাল নিয়ে ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন উক্তি এবং কবিতা

অর্থসহ শিশুদের সুন্দর ইসলামিক কিছু নাম সমূহ

বৃষ্টি রেকর্ড:


২০১৩ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ঢাকার শেরে বাংলা নগরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে ২৭,১১৭ জন মানুষের উপস্থিতিতে “মানব পতাকা” গঠন করা হয়, যা গিনেস বিশ্ব রেকর্ডে বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

Scroll to Top