Responsive Menu
Add more content here...

দুর্গা পূজার মেকআপ টিপস – পূজোর সাজে ৫ দিনে ৫ রুপ।

দুর্গা পূজার মেকআপ টিপস -পূজোর সাজে ৫ দিনে ৫ রুপ

দুর্গা পূজার মেকআপ টিপস বছর ঘুরে আবারো দেবী দুর্গার আগমনের সময় ঘনিয়ে এলো। চারিদিকে সাজ সাজ রব। বাঙালি নারীদের এই পূজাকে ঘিরে রয়েছে বিশাল পরিকল্পনা। হিন্দু ধর্মালম্বীদের এই উৎসবটিকে কেন্দ্র করে একেকজন নারী আটপৌরে বাঙালির সাজে সেজে ওঠে। আর তাই বাঙ্গালি নারীর আকর্ষণীয় পূজার সাজের টিপস নিয়ে আজকের এই লেখা ‘দুর্গা পূজার সাজ’।

h

মেকআপ

দুর্গা পূজার সাজ বেশিরভাগ টাই নির্ভর করে পূজার সময়ের উপর। দিনের বেলার পূজার জন্য অবশ্যই আপনাকে নিতে হবে একটি আকর্ষণীয় এবং নমনীয় লুক। মেকআপ শুরুর আগে আপনাকে অবশ্যই মুখটি পানি দিয়ে ভালো মতো ধুয়ে ত্বকের তৈলাক্ততা দূর করতে হবে। এটি আপনার স্কিন-এ ভালো মতো মেকআপ বসতে সাহায্য করবে। শুরুতেই কনসিলার ব্যবহার করা আবশ্যক। এতে করে মুখে যদি কোন দাগ থাকে তবে তা ঢাকা পড়ে যাবে। এরপর একটি ভালো ব্র্যান্ডের ফাউন্ডেশন ব্যবহার করে ইভেনলি মেকআপ বসাতে হবে।

দুর্গা পূজায় আকর্ষণীয় লুক-এর জন্য চোখের গুরুত্ব অপরিসীম। বাঙালি নারীর চোখ নিয়ে অনেক কবি এবং লেখক লিখেছেন কালজয়ী কাব্য কথা। তাই চোখকে সাজিয়ে তুলতে হবে গুরুত্ব সহকারে। চোখের শেডস এবং ন্যাচারাল শেপ ফুটিয়ে তুলতে নিউট্রাল আইশ্যাডো ব্যবহার করা উত্তম। এরপর আইলাইনার অথবা কাজল ব্যবহার করে চোখটি এমন ভাবে আঁকতে হবে যাতে চোখ দুটি দেখতে বড় বলে মনে হয়। আপনি চাইলে আইলিডে ব্যবহার করতে পারেন শিমারি আইশ্যাডো। সব শেষে লাল লিপস্টিক এবং লাল টিপ দিয়ে শেষ করুন দুর্গাপূজার বাঙালিয়ানা সুন্দর লুক।

রাতের বেলার পূজার জন্য আপনি নিতে পারেন হেভি মেকআপ। এক্ষেত্রে মেকআপ ব্রাশ দারুন কাজে আসতে পারে।

See also  ইতালি তে কোন কাজের বেতন কত?

বেস মেকআপটি একদম দিনের বেলার বেস মেকআপ এর মতোই হতে হবে। চোখের জন্য ব্যবহার করতে পারেন কপার,

গোল্ড অথবা বার্গেন্ডি শ্যাডো। বোল্ড লুকের জন্য নিতে পারেন স্মোকি আই মেকআপ। বেশ মোটা করে পুরো চোখটি এঁকে নিন আইলাইনার অথবা কাজল এর মাধ্যমে। এরপর লাল লিপস্টিক দিয়ে ঠোঁটযুগল করে তুলুন আকৃষ্ট সুলভ এবং মুখে হাইলাইটার ব্লাশ দিয়ে মেকআপের পর্ব শেষ করুন।

হেয়ারস্টাইল:

আপনি যে হেয়ারস্টাইলটি করতে চান, সেটা অবশ্যই নির্ভর করবে আপনার সামগ্রিক বেশভূষা এবং মুখের আদলের উপর নির্ভর করবে।

কিন্তু আপনি যদি একটু ঝামেলাহীন থাকতে চান, তাহলে করে নিতে পারেন একটি হেয়ার বান। একটু অন্যরকম লুক পেতে করতে পারেন

মেসি বান, ফ্রেঞ্চ ব্রেইড, ডাচ ব্রেইড। আর চুল বাঁধা যদি একদমই পরিহার করতে চাইলে চুলগুলো খোলা ছেড়ে দিতে পারেন।

এভাবে আপনার হেয়ারস্টাইল আপনাকে অনেক আকর্ষণীয় করে তুলবে।

বেশভূষা:

দুর্গা পূজার মেকআপ টিপস বাঙালি নারীর পূজার সাজকে পূর্ণতা দিতে পারে আটপৌরে লাল পার বিশিষ্ট সাদা শাড়ি। যদি গতানুগতিক সাজ অনুসরণ করতে না চান,

তাহলে পরিধান করতে পারেন কমলা , হলুদ কিংবা সবুজ রঙের শাড়ি। বিভিন্ন ধরণের শাড়ী থেকে পরিধান করতে পারেন যেকোনো

কটন, সিল্ক কিংবা কাতান শাড়ি সহ সালোয়ার কামিজ কিংবা উৎসবের রঙ এর সাথে মানানসই অন্য যেকোন পোশাক।

তরুণীরা শাড়ি পরতে না চাইলে ট্রাই করতে পারেন কুর্তি।

ব্যাস এভাবেই হয়ে গেলো সহজ সুন্দর এবং আকর্ষণীয় পূজার সাজ! আর আপনিতো জানেনই শাড়ি, মেকআপ সামগ্রী কোথা থেকে

সেরা মূল্যে সেরা পণ্যটা কিনে নিতে পারবেন। এখনই ভিজিট করতে পারেন দারাজ অনলাইন শপিং ওয়েবসাইট এবং অ্যাপে, আর

শারদীয় দুর্গা পূজার জন্য কিনে নিন আপনার পছন্দের মেকআপ সহ অন্যান্য পণ্য সেরা দামে।

MORE:

সুইডেনে কাজের ভিসা ও বেতন ২০২৩

See also  বাড়ীর ছাদের টবে ড্রাগন ফল চাষের দুর্দান্ত উপায়

অনলাইনে পল্লী বিদ্যুৎ মিটার আবেদন। আবেদন ফি কত?

পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন

বাইক নিয়ে স্ট্যাটাস ক্যাপশন উক্তি।

মাহামুদুল হাসান আদর্শ কলেজ।

টাঙ্গাইল জেলার সেরা ২ টি দর্শনীয় স্থান।

Scroll to Top