ছোট তাঁতি
১ সূচনা
সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে
নিয়ে এলাম সম্পূর্ণ নতুন একটি ব্লগ পোস্ট। আজ আমরা জানতে পারবো ছোট তাঁতি সম্পর্কে। ছোট তাঁতি কি এর ইতিহাসের
তাৎপর্য ইত্যাদি সম্পর্কে ব্যাখ্যা করব তাহলে চলুন শুরু করা যাক।

ছোট তাঁতির ব্যাখ্যা
ছোট তাঁতি নাম শুনে ছোট মনে হলেও এটা কিন্তু কোন ছোট বিষয় না। এটি একটি কাপড়ের কারখানার নাম।
কারখানা টি ২০০০ সালের শুরুর দিকে প্রতিষ্ঠিত হয় টাঙ্গাইলের একটি ঐতিহ্যবাহী গ্রামে। গ্রামটির নাম হল ধুলটিয়া।
ছোট বড় অনেক কারখানা রয়েছে এই ধুলটিয়া গ্রামে তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই ছোট তাঁতি।
বিগত ২২ বছর ধরে ঐতিহ্যবাহী টাঙ্গাইলের সাড়ি তৈরি করে আসছে এই কারখানাটি।
এই কারখানা টি শুধু তাদের গ্রামে নয় সারা টাঙ্গাইলে বিখ্যাত তাদের সুন্দর শাড়ির জন্য।
সাংস্কৃতিক তাৎপর্য
ছোট তাঁতি এর সাংস্কৃতিক তাৎপর্য অপরিসীম। এসব কারখানার জন্যই বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ি এখনো টিকে আছে।
নানা রকমের ডিজাইন এর শাড়ি শুধু বাংলাদেশে না অন্যান্য দেশেও সুপরিচিত লাভ করেছে শুধুমাত্র এইসব ছোট বড় কারখানার জন্য।
২ ছোট তাঁতি এর ইতিহাস
ছোট তাঁতি কারখানাটি স্থাপিত হয় ২০০০ সালের দিকে। শুরু থেকে কারখানাটিতে তাঁতের সংখ্যা অল্প থাকলেও
বর্তমানে বেশ অনেকটি তাঁত নিয়ে কারখানাটি দাঁড়িয়ে রয়েছে। কারখানাটি স্থাপন করেছেন ধুলটিয়ার সনামধন্য
ব্যক্তি জনাব আইন-আলি। এটি শুরু থেকে এখন পর্যন্ত চমৎকার ও অসাধারণ নকশা বার ডিজাইন এর শাড়ি-কাপড় তৈরি করে আসছে।
বাংলাদেশে উৎপত্তি
বর্তমানে কারখানা টি প্রতি সপ্তাহে ২০০ এর অধিক ঐতিহ্যবাহী শাড়ি তৈরি করে থাকে। যা বাংলাদেশের বিখ্যাত করটিয়ার হাট এ বিক্রি হয়।
তাছাড়া আপনি যদি চান তাদের শাড়িগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন।
সময়ের সাথে ছোট তাঁতির বিবর্তন
সময়ের সাথে সাথে এই স্বনামধন্য কারখানাটি নানা রকম বিবর্তন হয়েছে। শুরুতে তাদের অল্প কয়টি তাঁত থাকলেও
বর্তমানে অনেকটি দাঁত রয়েছে। সময়ের সাথে সাথে তাদের কাপড়ের মান অনেক উন্নত হয়েছে যদিও আগে থেকেই
তাদের শাড়ি অনেক নামকরা। এখন তাদের সারির মান অনেক উন্নত যা তাদের তৈরি শাড়ি দেখলে বোঝা যায়।
বিভিন্ন টেক্সচার এবং উপকরণ
ছোট তাঁতি তাদের শাড়ি তৈরি করতে নানা রকম উপকরণ তৈরি করে থাকেন তাদের মধ্যে প্রধান হলো সুতা। এই কারখানাটি
সুতার উপর বেশ তীক্ষ্ণ নজর দিয়ে থাকেন কারণ একটি সুতার কারণেই সারির মান উন্নত থেকে উন্নতর হয়। সুতার পরেই রয়েছে
তাদের অত্যাধুনিক তাঁত। এই অত্যাধুনিক তাতে কারিগররা অনেক যত্ন সহকারে শাড়ি তৈরি করে আসছেন অনেক বছর ধরে, এবং তারা গর্ভের সাথে কাজ করে।
Read More: দেলদুয়ার উপজেলা সম্পর্কে বিস্তারিত।
রং এবং প্যাটার্ন
আপনারা তাদের ফেসবুক অফিশিয়াল পেজে ভিজিট করে দেখতে পারেন তাদের কালেকশনে অনেক অনেক রং
এর কাপড় রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো হলুদ কালো ইত্যাদি রং। আপনারা যদি চান কাস্টমভাবে তাদের
কাছ থেকে কাপড় তৈরি করে নিতে পারবেন। তাদের কাছে রয়েছে 500 উপরে রংয়ের প্যাটার্ন।
৪ যোগাযোগ
Phone: 01762-420856
Address: Dhulotia,Pathrail, 1912
Youtube: ছোট তাঁতি
তাঁতির হাতের শাড়ী।
?♂️যেকোনো প্রয়োজনের জন্য:
?কল করুন: 01762420856
?ইমেইল: Chototati.ct@gmail.com
Follow On:
personal Facebook : https://www.facebook.com/absabubakarsiddique56
FB Page: https://www.facebook.com/chototati.ct
FB Group: https://www.facebook.com/groups/chototati
Instagram: https://www.instagram.com/chototati/
আমরা টাঙ্গাইলের তাঁতি। আমরা হাতের তাঁত ব্যবহার করে বিভিন্ন ধরনের শাড়ি যেমন জামদানি, সিল্ক, মণিপুরি ইত্যাদি তৈরি করি। আমরা শাড়ী প্রস্তুত করি হওয়ায় আমাদের কাছে সুলভ মূল্যে শাড়ী পাবেন।আমরা এই চ্যানেলে আমাদের কাজ সম্পর্কে আরও শেয়ার করব।
ছোট তাঁতি
৫ ছোট তাঁতির জনপ্রিয়তা ও চাহিদা
ছোট তাঁতির জনপ্রিয়তা ও চাহিদা দিন দিন বেড়েই চলেছে। তাদের জনপ্রিয়তা টাঙ্গাইল ছেড়ে এমনকি বাংলাদেশ ছেড়ে
অন্যান্য দেশেও যেমন নেপাল ভারত ইত্যাদি দেশে বেড়ে চলেছে শুধুমাত্র তাদের কাপড়ের কোয়ালিটির জন্য। তাদের তৈরি
কাপড় নিখুঁত হওয়ায় ক্রেতা দের চাহিদা দিন দিন বাড়ছে। তাই তাদের অনেক সময় শাড়ি উৎপাদনে হিমশিম খেতে হয়।
৬ উপসংহার
ছোট তাঁতির গুরুত্ব বাংলাদেশে অনেক কেননা তাদের জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ি দেশসহ বিদেশেও সমাদৃত হচ্ছে।
তাদের জন্য অনেক বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আসছে যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাদের জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ি টিকে রয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ি বাজিয়ে রাখার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য তাদের সাধুবাদ জানাই।
সম্পূর্ণ ব্লগটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ


