Responsive Menu
Add more content here...

ক্রিকেট নিয়ে ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন উক্তি এবং কবিতা

ক্রিকেট নিয়ে ফেসবুক স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি এবং কবিতা

ghj

ক্রিকেট নিয়ে ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন উক্তি এবং কবিতা এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। সকলের সময় কাটানোর এক উত্তম মাধ্যম হল

এই ক্রিকেট খেলা। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা “ক্রিকেট” সম্পর্কিত কিছু লেখা তুলে

ধরব, আপনাদের মাঝে। যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন

তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে সহজে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক

যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের লেখাটি।

ক্রিকেট নিয়ে ক্যাপশন

১. আমার কাছে ক্রিকেট হল অসাধারণ একটি খেলা, যেখানে যথাসম্ভব অসাধারণ ফুর্তি রাখার চেষ্টা

করুন। শুধু মাঠে নামুন ও খেলাটাকে উপভোগ করুন।

২. টি-২০ ক্রিকেট ম্যাচে কত উইকেট গেলো সেটা বড় বিষয় নয়, বরং কত কম রান হল সেটাই আসল বিষয় ।

৩. যদি আপনি ক্রিকেট খেলেন, তবে আপনার মধ্যে থাকা অনেক খারাপ গুণাবলি ধীরে ধীরে কমে যায়।

৪. ক্রিকেট ম্যাচ চলাকালে হার জিত নিয়ে কল্পনা করাটা বোকামি, মূর্খতা।

আপনার শুধু চিন্তা করতে হবে যে আপনি খেলাটাকে কতটুকু উপভোগ করতে পেরেছেন।

৫. ক্রিকেট খেলা মানুষকে সভ্য এবং ভদ্র হতে শেখায় ।

৬. ক্রিকেট খেলা আমাদেরকে শেখায়, জীবনে সবসময় একটি দ্বিতীয় ইনিংস আছে। কেউ

যদি প্রথম ইনিংসে ব্যার্থ হয়, তবুও তার ফিরে আসার আরো একটা সুযোগ থাকে। সেটা আজ হতে পারে কিংবা দুদিন পরে।

৭. ক্রিকেটে একটা ভালো ইনিংস খেলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খেলোয়াড়ের

মানসিক প্রশান্তি। যদি তুমি মন থেকে ঠিক করে নাও যে তুমি সেঞ্চুরি করবে, তবে তোমার

See also  বন্ধু নিয়ে স্ট্যাটাস ক্যাপশন।

সেই ইনিংসটিতে সেঞ্চুরি করার সুযোগ অনেকাংশে রয়েছে।

৮. আমার মনে হয়, ক্রিকেটে খেলোয়ারদের বয়সটা কোনো বড় বিষয় না। যদি আপনার

দক্ষতা থাকে, তবে আপনি নির্দ্বিধায় খেলা চালিয়ে যেতে পারবেন।

৯. খেলার মাঠটায় আবারও শোনা যাবে হৌ-হুল্লোড়ের আওয়াজ, যদি ছেলেপিলেরা মোবাইল ফোন থেকে যায় বহু দূরে চলে।

১০. ক্রিকেট খেলা কোনো রকেট সাইন্স নয়। বোলাররা প্রায়ই অধ্যবসায়, নির্ভুলতা, এবং ধৈর্য্য ধারণ করে উইকেট শিকার করে থাকে। প্রতিবারই যে তারা তাদের প্রতিপক্ষকে উড়িয়ে দেয়ার চেষ্টা করে, তেমন টা কিন্তু না।

১১. একজন খেলোয়াড় যে ধরনের ক্রিকেটই খেলুন না কেন, সে অবশ্যই নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকা উচিত।

ক্রিকেট সম্পর্কে স্ট্যাটাস

১. ক্রিকেট হল একটি মজার খেলা, খেলাটি আমাদের কিংবদন্তি এবং এক জীবন্ত কিংবদন্তি হয়ে আছে, কিন্তু খেলাটি কখনোই কারো জন্য রুখে নেই। নতুনরাও প্রতিনিয়ত সেই কিংবদন্তির সাথে টক্কর দিয়ে যাচ্ছে।

২. যখন কোনো খেলোয়াড় ক্রিকেট ম্যাচ খেলতে নামে, তখন তার কাছে কোনো ম্যাচই কম বা বেশি গুরুত্বপূর্ণ মনে হওয়া উচিত নয়, প্রতি খেলাতেই নিজেকে ভালোভাবে উপস্থাপন করাটা জরুরী।

৩. আমি অনুভব করি যে, যখন কেউ দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছে, সে নিজের জন্য একটি আলাদা রকমের পরিচয় বানিয়ে নেয়।

৪. প্রতিটা ক্রিকেট ম্যাচ সর্বদাই একটা লক্ষ্য বা মান নির্ধারণ করে দেয় । আর আমরা সর্বদাই চেষ্টা করি যে, সেই নির্ধারিত মানের উচ্চে পৌঁছানোর।

৫. ক্রিকেট খেলা এতোটা সহজ হয় না৷ হয়তো টিভিতে তা দেখতে অনেকটাই সহজ বলে মনে হয়, কিন্তু বাস্তবে সেরকমটা নয়, কারণ খেলার সময় খেলোয়াড়দেরকে মাঠে নেমে নিজের মস্তিষ্কের সম্পূর্ণ ব্যবহার করতে হয়।
খেলাধুলা মানেই হল খেলা এবং প্রতিদ্বন্দ্বিতা।

৬. ক্রিকেট এবং অন্য খেলায় আপনি যাই করুন না কেন, সবচেয়ে জরুরী হল খেলাটাকে উপভোগ করা, এরজন্য আপনাকে ইতিবাচক হতে হবে এবং জেতার পূর্ণ চেষ্টা করুন।

See also  প্রিয়জনকে নিয়ে উক্তি স্ট্যাটাস ও ক্যাপশন।

আরওঃ

৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি

একাকিত্ব নিয়ে ফেসবুক ক্যাপশন কবিতা উক্তি এবং স্ট্যাটাস

মালয়েশিয়ায় সেরা কয়েকটি শ্রমিক ভিসা এর সুযোগ সুবিধা এবং বেতন

সুইডেনে কাজের ভিসা ও বেতন ২০২৩

অনলাইনে পল্লী বিদ্যুৎ মিটার আবেদন। আবেদন ফি কত?

পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন

বাইক নিয়ে স্ট্যাটাস ক্যাপশন উক্তি।

মাহামুদুল হাসান আদর্শ কলেজ।

টাঙ্গাইল জেলার সেরা ২ টি দর্শনীয় স্থান।

গ্রীন লাইন বাসের কাউন্টার নম্বর টিকিটের মূল্য ২০২৩ (Green Line)

ক্রিকেট নিয়ে কবিতা ও ছন্দ

১. এমন একটা বিকেলের প্রত্যাশায় দিন কাটাচ্ছি— যে বিকেলে খেলার মাঠটায় আবার হৈ চৈ শোনা যাবে ;বলের ব্যাটে লাগার শব্দ শোনা যাবে;

২. ক্রিকেট খেলা সবার সেরা,
দেখতে লাগে ভারী মজা।
বোলার ছুটছে বল হাতে,
ব্যাটসম্যান ঠোকে ব্যাট মাটিতে।
ক্রিকেট ব্যতীত অন্যদিকে তার নাই তত্ত্বাবধান।আম্পায়ার সোজা দাঁড়িয়ে আছে,
মাত্র একটি বলে চার রানের দরকার! কী হয়? কী হয়?একদিকে হতে পারে ছক্কা, অথবা ফক্কা, আবার অন্য দিকে হতে পারে চার, অথবা ক্যাচ হতে পারে। অচানক একটি ক্যাচ সফল হয়ে গেল। ফিল্ডার বলে যে, এখন দর্শকেরা সবাই বলের দিকে দেখতে বলে।
ফিল্ডার ধরিল অনবদ্য ক্যাচ,
আম্পায়ার তুলিল হাতের তর্জনী।
একদিকে তখন শোকের ছায়া, বিপরীত দিকে জয়ের উল্লাস।

৩. এখন রাতেও ওরা খেলছে ক্রিকেট,
খেলেই চলেছে ওরা খেলাটি অন্ধকারে সতর্ক,
আলোর চাবুক না-যেন আঘাত হানতে সক্ষম হয়,
হারিয়ে ফেলছে বল মাঠের যেখানটায় লং লেগ..
ওদের শেখার চেষ্টা কীভাবে আঁধার আরও হয় সহায়ক..
ইয়র্কার বল ছুটে গিয়ে কাবু করছে অফ-পেগ,
একটা নতুন কৌশল ওরা রপ্ত করে নিতে চায়,
যেখানে বলটি ধেয়ে যাবে আলো থেকে তমসায়..ওদের প্রতিজ্ঞা দৃশ্যটিকে ঘনকৃষ্ণ কালিতে ঢাকবে,
সে কালিতে, সঘন যা হয়ে ওঠে আরও শুভ্রতায়…ওদের মরণপণ নতুন একটি বিধি প্রস্তুত রাখবে, যাতে অন্ধত্বই দৃষ্টি বলে পরিচিতি পায়, এখন রাতেও মেতে উঠেছে ওরা ক্রিকেট খেলায়।

See also  Top Reasons Paint Protection Film is Essential for Orlando Car Owners

৪. জীবন ক্রিকেট খেলারে বন্ধু, কত রান আর করবি রে ! মরণ বলে আউট হয়ে, প্যাভিলিয়নে ফিরবি রে….
শৈশবেতে কি যে এসে হাত জমিয়ে নেয় সবাই,
যৌবনেতে চার আর ছক্কার মার যে শুধু দেখতে পাই।বৃদ্ধকালে এক দুই করে…শর্ট রান যে কুড়াবি রে!

৫. বাংলার টাইগার কাউকে ছাড়েনা,
ধারালো নখরে দলায়,
সুযোগ বুঝিয়া ব্যাটের আঘাতে,করিবে কঠোর ধোলাই।বাহুর শক্তিতে বলের আঘাতে, করিবে বোল্ড আউট, ক্যাচের কারিশমায় রানের গতিতে হইবে অল আউট।

৬. ক্রিকেট প্রেমীর টিকি ধরে পর্দার আড়াল থেকে সর, আবেগকে হাতিয়ার করার মাধ্যমে ক্রিকেট নিয়ে ব্যবসা কর!

পরিশেষে

আজকের এই পোস্টটি দ্বারা আমরা চেষ্টা করেছি “ক্রিকেট” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও

কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই

পোস্টটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে

পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। লেখাটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Scroll to Top