ইসরাইল ফিলিস্তিন যুদ্ধের বর্তমান অবস্থা ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের ১১দিন হয়ে গেল। ৮ অক্টোবর হামাসের হামলার মধ্য দিয়ে এ যুদ্ধের শুরু। হামাসের এই হামলার পরপরই পাল্টা হামলা চালায় ইসরায়েল। এখনো এ যুদ্ধ চলছে, ডেইলি ঝরছে প্রাণ। এ যুদ্ধের লেটেস্ট সিচুয়েশন তুলে ধরা হলো।
জো বাইডেন ইসরায়েলে যাচ্ছেন
# ফিলিস্তিনের গাজায় চলতে থাকা সংঘাতের ভিতরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলে যাচ্ছেন। আগামীকাল বুধবার (১৮ অক্টোবর) বাইডেনের ইসরায়েল সফরের কথা রয়েছে। মার্কিন প্রশাসনের পক্ষ হতে এ কথা বলা হয়েছে।
গাজায় ইসরায়েলি বন্দী রয়েছে
# হামাস ৭ অক্টোবর তাদের হামলার সময় ইসরায়েলের যে নাগরিকদের আটক করেছে, তাঁদের বিনিময়ে ‘ইসরায়েলি কারাগারে ছয় হাজার পুরুষ ও মেয়ে বন্দীর’ দাবি করেছে। হামাসের প্রবাসী অফিসের প্রধান খালেদ মেশাল বলেছেন, ওঁদের হাতে বন্দী ব্যক্তিদের মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ‘উচ্চপদস্থ কর্মকর্তা’ও আছেন। হামাসের একজন মুখপাত্র বলেছেন, গাজায় ২০০ হতে ২৫০ ইসরায়েলি বন্দী রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যানুযায়ী, এইরকম বন্দীর পরিমান ১৯৯।
হামাসের ভিডিও পাবলিশ
ইসরাইল ফিলিস্তিন যুদ্ধের বর্তমান অবস্থাঃ হামাস সোমবার ১টি ভিডিও পাবলিশ করেছে। ওই জায়গা গত সপ্তাহের হামলায় আটক বন্দীদের একজনের দেখানো হয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, আঘাতগ্রস্থ ওই নারীর হাত একজন যার নাম পরিচিত নয় চিকিৎসাকর্মী পরিচর্যা করছেন। ওই মহিলা যত তাড়াতাড়ি পসিবল তার ফেমেলির নিকট ফিরে যাওয়ার কথা বলেছেন।
গাজা উপত্যকায় স্থল আক্রমণ
# ইসরায়েল গাজা উপত্যকায় স্থল আক্রমণের জন্য পরিকল্পনা নেওয়ার টাইম ইরান দেশটির বিপক্ষে ‘প্রাক্-প্রতিরোধমূলক হামলার’ হুমকি দিয়েছে। তেহরান এর আগেও একাধিকবার সতর্ক করে দিয়ে বলেছে, দীর্ঘ সময় অবরুদ্ধ থাকা গাজায় স্থল আগ্রাসন হলে নানা পক্ষ হতে প্রতিরোধ সৃষ্টি হবে। এতে এ এলাকায় সংঘাত তীব্রতর থেকে পারে। শনিবার হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর সাথে তাঁর বৈঠকের কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান রাষ্ট্রীয় টিভিতে সরাসরি ভাবে সম্প্রচারে বলেছেন, ‘প্রতিরোধী শক্তিগুলো আগাম স্টেপ নিতে পারে।’
লয়েড অস্টিন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী সাথে কথা
# মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সোমবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে কথা বলেছেন।
ইসরায়েল-ফিলিস্তিন লড়াই যাতে আরও না বাড়ে, সেই বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেন লয়েড।
এ ছাড়া তিনি বেসামরিক সুরক্ষার উপর জোর দেন আলোচনায়। মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের এক উক্তিতে এ তথ্য জানানো হয়েছে।
# ইসরায়েলের ইন্টারনাল গোয়েন্দা সংস্থার শিন বেট ৮ অক্টোবর হামাসের হামলা রুখতে ব্যর্থতার দায়ভার নিয়েছে।
ওই হামলায় ১ হাজার ৪০০-এর বেশি লোক নিহত হন। শিন বেটের পরিচালক রনেন বার বলেছেন, ‘এ হামলার তদন্ত করার জন্য সময় লাগবে। সম্প্রতি আমাদের কাজ সংঘাত করা।’
ইসরাইল ফিলিস্তিন যুদ্ধের বর্তমান অবস্থাঃ মার্কিন নেতৃত্বাধীন কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকার পরও গাজায় বোমাবর্ষণে আটকে লেখাপড়া ২০ লাখ
ফিলিস্তিনির দুর্দশা কমেনি। এ অঞ্চলে পানি, খাদ্য ও ওষুধের যোগাড় সব সমাপ্ত হয়ে গেছে। মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে।
# গাজা উপত্যকায় ইসরায়েল হামলা চালু করার পর হতে কমপক্ষে ২ হাজার ৮০৮ ফিলিস্তিনি নিহত তার
সাথে ১০ হাজার ৮৫০ জন আঘাতগ্রস্থ হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ কথা জানিয়েছে।
প্যালেস্টাইন জার্নালিস্ট সিন্ডিকেট বলেছে, গাজায় ইসরায়েলের আকাশযান হামলায় ১১ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।
# জগৎ স্বাস্থ্য সংগঠন (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, গাজা জনস্বাস্থ্য সংকটের মুখোমুখি। কারণ,
ফিলিস্তিনি ছিটমহলে ‘পানি ফুরিয়ে যাচ্ছে’। জাতিসংঘের সংস্থাটি বলেছে, গাজার ৩৫টি ক্লিনিকে সাড়ে
তিন হাজারের বহু মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।
# ইসরাইল ফিলিস্তিন যুদ্ধের বর্তমান অবস্থাঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার তেল
আবিবে বৈঠক করেছেন। পরে এক বার্তা সম্মেলনে ব্লিঙ্কেন ইসরায়েলর প্রতি মার্কিন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
আরওঃ
পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন
বাইক নিয়ে স্ট্যাটাস ক্যাপশন উক্তি।
টাঙ্গাইল জেলার সেরা ২ টি দর্শনীয় স্থান।
গ্রীন লাইন বাসের কাউন্টার নম্বর টিকিটের মূল্য ২০২৩ (Green Line)