অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম। খুব সহজেই টিকিট কাটতে পারবেন অনলাইনে
অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম। খুব সহজেই টিকিট কাটতে পারবেন অনলাইনে বর্তমান সময়ে আমরা প্রযুক্তি ব্যবহার
করি মূলত আমাদের সময় ও শ্রম কমানোর জন্য।
একসময় ট্রেনের টিকিট কাটার জন্য স্ব-শরীরে রেল স্টেশনে লম্বা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা মূল্যবান সময় নষ্ট করতে হতো।
বর্তমান সময়ে এই কাজটি খুবই সহজ এবং অল্প সময়ে করা সম্ভব এবং আপনি চাইলে অনলাইনে খুব সহজে ট্রেনের টিকিট কাটতে
পারবেন। ২০২০ সাল থেকে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক অনলাইনে টিকিট ক্রয় সুবিধা চালু করা হয়েছে। নিম্নে অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম বর্ণনা করা হলো।

ট্রেনের টিকেট কাটার নিয়ম
অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য প্রথমতই আমাদের যা প্রয়োজন হবে তা হলো একটি ইন্টারনেট কানেকশানযুক্ত একটি মোবাইল
ফোন বা ল্যাপটপ। এখন আমরা দেখবো রেলওয়ের অফিসিয়াল ওয়েসাইট থেকে কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট কিনবেন? ওয়েবসাইট
থেকে কোন প্রকার ঝামেলা ছাড়াই আপনি ট্রেনের টিকিট কিনতে পারবেন ।
অনলাইনে মোবাইল দিয়ে টিকিট কাটার ধাপগুলো স্টেপ বাই স্টেপ ফলো করুন-
ধাপ – ১। সর্বপ্রথম আপনার একটি একাউন্ট তৈরি করতে হবে। একাউন্ট খোলার নিয়ম হলোঃ
১। প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েপসাইট https://esheba.cnsbd.com/ গিয়ে register বাটনে ক্লিক করতে হবে।
২। তারপর যে ফর্ম টি আসবে সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে।
৩। তারপর আপনি যে মোবাইল নাম্বারটি ফর্মে দিয়েছেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড প্রদান করা হবে। সেই কোডটি আপনাকে সাবমিট করতে হবে।
৪। ভেরিফিকেশন কোডটি সাবমিট করে দিলেই আপনার একাউন্ট করার কাজ শেষ।
আরওঃ
স্মৃতি নিয়ে সেরা ৫০ টি ফেসবুক স্ট্যাটাস ও ক্যাপশন
বাইক এক্সিডেন্ট নিয়ে ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন এবং কিছু উক্তি
জন্মদিনের শুভেচ্ছা বার্তা স্ট্যাটাস ক্যাপশন উক্তি এবং কবিতা
ইসলামিক স্ট্যাটাস ক্যাপশন এবং উক্তি
শীতকাল নিয়ে ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন উক্তি এবং কবিতা
ধাপ – ২
ধাপ – ২। একাউন্ট খোলার পর উক্ত একাউন্টটি আপডেট করার জন্য আপনারা নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুনঃ
১। একাউন্ট করার পর প্রোফাইল আপডেট করতে হবে। এজন্য আপনাকে সাইটবার হতে Update your profile এ ক্লিক করতে হবে।
২। তারপর আপনার জন্মতারিখ এবং পোষ্টাল কোড দিয়ে নিচের Update your profile বাটনে ক্লিক করতে হবে।
প্রোফাইল আপডেট হয়ে গেলেই আপনার যতগুলো ট্রেনের টিকিট প্রয়েজন ততগুলো টিকেট ক্রয় করতে পারবেন খুব সহজেই।
ধাপ – ৩। এরপর ট্রেনের টিকিট কাটার নিয়ম:
১। অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য আপনাকে ওয়েবসাইটের হোম বা প্রথম পাতায় যেতে হবে। সেখানে আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন সে জায়গার নাম বসিয়ে এবং কয়জন যাবেন সেটা ফিল আপ করে Find এ ক্লিক করুন।
২। তারপর আপনি দেখতে পাবেন ট্রেনের টিকিটের মূল্য কত। ট্রেনের লিষ্ট থেকে আপনি যে ট্রেনে যাতায়াত করতে চান সে ট্রেনের নামের পাশে Details বাটনে ক্লিক করুন।
৩। Details দেখার পর আপনি purchase বাটনে ক্লিক করবেন। তারপর Buy Ticket এ ক্লিক করে Agree করে দিতে হবে।
৪। তারপর পেমেন্ট মেথড (বিকাশ, রকেট, নেক্সাসপে এবং ভিসা কার্ড) সেলেক্ট করে পেমেন্ট করে দিলে আপনার টিকিট কাটা হয়ে যাবে। এরপর আপনাকে কবে ডি প্রিন্ট করে নিতে হবে।
উপরোক্ত ধাপগুলো ফলো করলেই আপনি যেকোনো সময় যেকোনো ট্রেনের টিকিট অনলাইনে কিনতে পারবেন।
BANGLADESH RAILWAY E-TICKETING SERVICE
সর্বশেষে
অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম। খুব সহজেই টিকিট কাটতে পারবেন অনলাইনে আজকে আমরা জানতে পারলাম অনলাইনে কিভাবে ট্রেনের টিকেট কাটতে হয়। আশা করা যায় পোস্টটি আপনাদের অনেক উপকারে
আসবে। এখান থেকে আপনারা কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় করতে হয় তা জানতে পারবেন খুব সহজেই। এরকম আরো
অনেক তথ্য পেতে আমাদের ওয়েবসাইটের সঙ্গেই থাকুন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।