সৌদি আরবে কোন কাজের বেতন বেশি
সৌদি আরবে কোন কাজের বেতন বেশি বাংলাদেশের সব থেকে বেশি মানুষ সৌদি আরব কাজের উদ্দেশ্যে পারি জমায়।
প্রতিবছর বাংলাদেশ থেকে সৌদি আরবে প্রচুর শ্রমিক কাজের উদ্দেশ্যে নেওয়া হয়। বেশিরভাগ বাংলাদেশী সৌদি কোম্পানি
আরবের ভিসা এবং সৌদি আরব ড্রাইভিং ভিসা যায়। কিন্তু অনেকেরই অজানা থাকে সৌদি আরবে কোন কাজের সব থেকে
বেতন বেশি। এটা জানার জন্য অনেকেই অনলাইনে খোঁজাখুঁজি করে থাকেন। আজকের এই পোস্ট থেকে আপনারা জানতে
পারবেন সৌদি আরবে কোন কাজের বেতন সবথেকে বেশি।

সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি
বাংলাদেশ থেকে প্রতি বছর অগণিত বাংলাদেশী কাজের ভিসায় সৌদি আরব যায়। বর্তমান সময় বাংলাদেশের বেশিরভাগ মানুষই
প্রবাস জীবন হিসেবে সৌদি আরবকে বেঁছে নিয়ে থাকে। সৌদি আরবে অনেক কাজ রয়েছে তার মধ্যে কিছু কিছু কাজ আছে
যেগুলোর চাহিদা সৌদি আরবে অনেক বেশি। অনেকেরই জানা থাকে না সৌদি আরবে কোন কাজের চাহিদা বর্তমানে বেশি।
সৌদি আরবের যে কাজগুলো চাহিদা বেশি সেগুলোর নাম নিচ তুলে ধরা হলো।
—অটোমোবাইল
—ইলেকট্রনিক
—রাজমিস্ত্রি
—লেবার
—কনস্ট্রাকশন
—রড মিস্ত্রি
—পাইপ ফিটার
More:
৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি
একাকিত্ব নিয়ে ফেসবুক ক্যাপশন কবিতা উক্তি এবং স্ট্যাটাস
মালয়েশিয়ায় সেরা কয়েকটি শ্রমিক ভিসা এর সুযোগ সুবিধা এবং বেতন
সুইডেনে কাজের ভিসা ও বেতন ২০২৩
অনলাইনে পল্লী বিদ্যুৎ মিটার আবেদন। আবেদন ফি কত?
সৌদি আরবের বেতন কত?
সৌদি আরবের বেতন সম্পর্কে সাধারণ কথা বলতে গেলে, এটি পেশাগত অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, কাজের ধরণ, প্রতিষ্ঠানের ধরণ এবং অনেক অন্যান্য পার্যাপ্ত তথ্যের উপর ভিত্তি করে নানান ধরনের হতে পারে। সৌদি আরবের প্রতিষ্ঠানের বেতন সাধারণভাবে মুদ্রার (Saudi Riyal) অংকন করা হয়। এছাড়াও, সরকারি ও বেসরকারি সেক্টরের বেতন বেশি পার্যাপ্ত তথ্য দেওয়ার পুর্বে সেটি পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন করা হতে পারে। কিছু কাজের বেতন নিচে তুলে ধরা হলো:
—ইঞ্জিনিয়ার (Engineer): ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে বেতন মাসিক 4000 থেকে শুরু করে 10,000 সৌদি রিয়াল পর্যন্ত প্রায়।
—হেলথকেয়ার পেশাগত (Healthcare Professional): ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট ইত্যাদির বেতন মাসিক 5,000 থেকে শুরু করে 15,000 সৌদি রিয়াল পর্যন্ত হতে পারে।
—মেডিয়া (Media): জার্নালিস্ট, ফটোগ্রাফার ইত্যাদির বেতন প্রায় 3000 থেকে শুরু করে 8000 সৌদি রিয়াল পর্যন্ত হতে পারে।
—পেট্রোলিয়াম উদ্যোক্তা (Oil Industry Worker): পেট্রোলিয়াম কোম্পানিগুলি পেশাদার ওয়ার্কারদের বেতন মাসিক প্রায় 3000 থেকে শুরু করে 7000 সৌদি রিয়াল পর্যন্ত প্রদান করতে পারে।
সৌদি আরবে কোন কাজের বেতন বেশি
সৌদি আরবে অনেক কাজের কোষ আছে। তারমধ্যে বেশিরভাগ জনপ্রিয় অফিস ম্যানেজার, সিভিল ইঞ্জিনিয়ারিং আরো অনেক। এখন যারা এই কাজে যেতে চাচ্ছে তাদের অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে এই কাজের বেতন কত হতে পারে। বর্তমান সময়ে এসব কাজের বেতন অনেক বেশি। নিচে আপনাদের জানাবো আমেরিকান ডলার ও সৌদি আরবের যে কাজগুলো সব থেকে বেতন বেশি।
—গ্রাহক সেবা – $38,758
—সিভিল ইঞ্জিনিয়ারিং – $32,505
—অফিস ম্যানেজার – $31,204
—মেকানিক্যাল ইঞ্জিনিয়ার – $30,743
—নির্বাহী সহকারি – $25,904
—ফার্মাসিস্ট – $20,527
—হিসাবরক্ষক – $17,957
—রিসেপশনিস্ট – $15,051
—ওয়েটার – $14,362
শেষ কথা
আজকে আমরা জানতে পারলাম সৌদি আরবে কোন কাজের বেতন বেশি। আশা করা যায় পোস্টটি আপনাদের অনেক উপকারে এসেছে। পোস্টটি ভালো লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।


