আসসালামু আলাইকুম । নতুন ব্লগে আপনাকে স্বাগতম । এই ব্লগটিতে থাকছে লোভ সম্পর্কে কিছু কথা এবং এটি নিয়ে স্ট্যাটাস ক্যাপশন ও কবিতা । তাহলে চলুন এ সম্পর্কে কিছু স্ট্যাটাস এবং ক্যাপশন ও কবিতা পড়ে ফেলি ।
লোভঃ
জীবনে চলার পথে অনেক সময় অনেক কিছুর প্রতি আমাদের লোভ কাজ করে । অনেক সময় আমরা লোভে করে বিভিন্ন ধরনের খারাপ কাজ এবং অন্যায় কাজে লিপ্ত হয়ে যাই । আসলে এই জিনিসটা অনেক খারাপ । অনেক মানুষ লোভে পড়ে তার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে । এটি হচ্ছে দুনিয়ার একটি মোহ যেটা প্রতিনিয়ত আমাদের আকর্ষণ করে । কিন্তু ওই মোহে পড়ে কখনো লোভ করা যাবে না ।
অনেক সময় এটি আমাদের ঘিরে ফেলে নিজের অজান্তেই মানুষ লোভে পড়ের বড় পাপ কাজ করে ফেলে এবং একটা লোভে পা রাখা থেকেই মানুষের লোভের সৃষ্টি হয় । বর্তমান সময়ে অনেকেই লোভে পড়ে নানা ধরনের খারাপ কাজ এবং অন্যায় কাজগুলোর সাথে লিপ্ত হয়ে যাচ্ছে । অনেক সময় আমরা লোভে পড়ে নিজের মনুষ্যত্বকে হারিয়ে ফেলি । অনেক সময় সামান্য লোভের কারণে আমরা অনেক বড় ধরনের অপরাধ করে ফেলি ।
বর্তমানে ঘটে যাওয়া অনেকে অপরাধী হয়ে যাচ্ছে শুধুমাত্র লোভের কারণে । কোন কিছু পাওয়ার আগে তো বাধা থাকবেই কিন্তু সেইটা পরিশ্রম করে ধৈর্য ধরে অর্জন করে নিতে হবে কখনো কোন কিছুর প্রতি লোভ করা যাবে না । এটি আমাদের পাপের দিকে ঠেলে নিয়ে যায় । তাই কখনো কোন কিছুর প্রতি লোভ করা যাবে না ।

লোভ নিয়ে কিছু কথাঃ
লোভের কারণে মানুষ প্রতিনিয়ত পাপ কাজে লিপ্ত হচ্ছে । ভালো মন্দ বিচার না করেই মানুষের উপর জুলুম করছে এবং ইসলামবিরোধী কাজ করে যাচ্ছে । তাই আমাদের মনে রাখতে হবে কখনোই লোভ করা যাবে না কারণ লোভে পাপ আর পাপ থেকেই মৃত্যু । এটি একটি মানসিক অবস্থা বা মনোভাব যা অনেকের জীবনে উপস্থিত হতে পারে।মানুষের মনের উদ্ভাবিত হওয়ার কারণে হয়।প্রাপ্তির প্রতি অবিচলিত আকর্ষণ বা আগ্রহ।
লোভ যেমন একটি গুণমাত্রী নয়, এটি মানুষের মনের মধ্যে উদ্ভূত হয় এবং মানুষের চরিত্র এবং আচরণের মাধ্যমে প্রকাশ পায়। লোভ আবদ্ধভাবে ব্যক্তিগত স্বার্থের অভাব বা নিজের মনোভাবে একটি গ্রহণযোগ্য বা সুখপ্রদ ব্যক্তিগত বা আচরণযোগ্য উদ্দীপনা হতে পারে।
এটি একটি নেতিবাচক বা অস্থিতিশীল মনোভাব যা সমাজের এবং ব্যক্তিগত সম্পর্কের জন্য ক্ষতিকর । নিজেকে অন্যের প্রতি সহানুভূতি এবং সহমর্মিতা প্রদান করতে পারেন যাতে আপনি নিজেকে এবং আপনার আশ্রিতদের মধ্যে স্থিতিশীল একটি সুখপ্রদ সম্পর্ক স্থাপন করতে পারেন।
স্ট্যাটাসঃ
১। আপনার করুণা থেকে লোভ যদি শক্তিশালী হয় তখন বুজবেন আপনার কষ্টের জীবন শুরু হয়ে গেছে।
২। সম্পদের জন্য যে লোভটা করা হয় সেটা আসলে লোভ নয়, সেটা হচ্ছে জীবনের একটা আকাঙ্ক্ষা ।
৩।লোভ জিনিসটা খুব খারাপ একটি বিষয় এটি মানুষকে ন্যায় অন্যায় ভুলিয়ে দেয় ।
৪। যদি আপনি জীবনে সফলতা পেতে চান তাহলে আপনি লোভ থেকে বিরত থাকুন ।
৫। লোক কখনো আপনার সফলতা এনে দিতে পারবে না কেউ আপনাকে পিছিয়ে দিবে ।
৬। সে ব্যক্তি কখনো লোভী হতে পারবে না যে কোন কিছু পাওয়ার জন্য লোভ করবে ।
৭। কোন কিছুর প্রতি বেশি ইচ্ছা করলে সেটার প্রতি লোভ জন্মায় ।
৮। লোক মানুষকে সর্বদা ভুলের দিকে পরিচালিত করে ।
৯। এটি আমাদের ব্যক্তি জীবনে ঝামেলার সৃষ্টি করে, কারণ লোভের কারণে নির্বোধ মানুষও অনেক বড় ধরনের অপরাধ করে ফেলে ।
১০। যে ব্যক্তি লোভ করবে না সে সর্বাপেক্ষা ধনী।
ফেসবুক ক্যাপশনঃ
১। আপনার যা আছে সেটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকার চেষ্টা করেন অন্যের জিনিসের প্রতি কখনো লোভ করবেন না ।
২। অন্য জিনিসের প্রতি লোভ করলে নিজের যা আছে তাও হারাতে হয় ।
৩। সে ব্যক্তি কখনো জীবনে উন্নতি করতে পারবে না যে ব্যক্তি লোভে পড়ে গেছে ।
৪। লোভের কাছে সারা পৃথিবী এবং পৃথিবীর মানুষগুলো খুব সামান্য ।
৫। কারো কাছে যতই সম্ভব থাকুক না কেন সে তাতে সন্তুষ্ট নয় সে আরো ভালো কিছু পাওয়ার জন্য আকাঙ্খা এবং সেই জিনিসের প্রতি লোভ করে ফেলে ।
৬। আপনার ইচ্ছা যত কম থাকবে আপনি ততই খুশি থাকবেন এবং যখনই আপনি বেশি ইচ্ছা করবেন তখন আপনার মধ্যে লোভ জন্মাবে ।
৭। তুমি কোন কিছু পেতে চাও ধৈর্য ধরে চেষ্টা করে যাও যখনই তুমি লোভ করবে তখনই তুমি জিনিসটি হারাবে ।
৮। লোভ করে কখনো মানুষ কোন কিছু অর্জন করতে পারে না অনেক সময় নিজের যা আছে তাও হারাতে হয় ।
৯। লোভী ব্যক্তিরা কখনো সম্পদশালী বাধনী হতে পারে না ।
১০। লোভ কখনো টাকা-পয়সার সমস্যা নয় এটি হচ্ছে মানসিক সমস্যা ।
১১। লোভ মানুষকে ধ্বংস করে দেয় এটি মানুষের সম্পদ সম্মান ইজ্জত সবকিছু কেড়ে নেয়।
১২। লোভী মানুষ জীবনে কখনো উন্নতি সে ঘরে পৌঁছাতে পারে না সে প্রতিটি পদক্ষেপে বেঁচে থাকে।
১৩। লোভী মানুষরা সব সময় মনে করে আমি সব কিছুই পাবো কিন্তু শেষ পর্যায়ে যেয়ে কিছুই পায় না ।
১৪। আপনি কোন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করবেন এবং সে অনুযায়ী চেষ্টা করে যাবেন ধৈর্য ধরবেন আপনি পেয়ে যাবেন কিন্তু জিনিসটির প্রতি আপনি যদি লোভ করেন তাহলে আপনি কখনোই সেটা পাবেন না।
১৫। স্বার্থপরতা এবং লোভ সবসময় আপনার জীবনে অশান্তি বয়ে আনবে , এবং সমাজে আপনার সম্মান নষ্ট হবে ।
কবিতা
আকাঙ্ক্ষার রাজ্যে, যেখানে অন্ধকার নেমে আসে,
লোভ নামে এক দৈত্য লুকিয়ে আছে, ওহ, এটা কেমন করে ভেসে ওঠে!
এর ক্ষুধা অতৃপ্ত, হৃদয় একটি কালো গহ্বর,
এটার স্পর্শে সব গ্রাস, তার টোল গ্রহন।
চোখ মেলে রেখে, আরও কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করে,
কখনই সন্তুষ্ট হবে না, সর্বদা অর্থের জন্য আকুল।
স্বর্ণ ও অলঙ্কার, মালপত্র জড়ো করা,
কিন্তু সুখ এড়িয়ে যায়, চিরকাল অতুল গর্তে।
এটির কোন সীমা জানে না, তার শক্তির কোন সীমা নেই,
এটি ইন্দ্রিয়গুলিকে অন্ধ করে, যা সঠিক তা বিকৃত করে।
এর খপ্পরে, বন্ধুত্ব ভেঙে যায় ভেঙে যায় মানব সত্তা ,
তার জেগে শূন্যতা এবং দুঃখ ত্যাগ করা।
এটি ক্ষমতা এবং লাভের ক্ষুধা সবসময় বিকাশ লাভ করে,
করুণা ও দয়াকে অবজ্ঞার মধ্যে ত্যাগ করে।
কিন্তু এই সাধনায় হারিয়ে যায় জীবনের মর্ম,
প্রকৃত সম্পদের জন্য বস্তুগত কলহ নয়।


