ইসরাইল তথা ইহুদীদের তৈরি পণ্যসামগ্রী ব্যবহার প্রত্যাহারের ঘোষণা এবং কিছু ইসরাইলে তৈরি পণ্য সামগ্রীর নাম

hfg

ইসরাইল তথা ইহুদীদের তৈরি পণ্যসামগ্রী ব্যবহার প্রত্যাহারের ঘোষণা – এবং কিছু ইসরাইলে তৈরি পণ্য সামগ্রীর নাম

সব অধিকৃত অঞ্চল মুক্ত না করে দেওয়া পর্যন্ত ইসরাইলি পণ্য বর্জনের ডাক দিয়েছে মুসলিমদের গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন।  

ইসলামিক ইনস্টিটিউট নামে সংগঠনটির প্রেসিডেন্ট আহমেদ এর-রাইসুনি এবং আলি আল-কারাদাগি মহাসচিব এক বিবৃতিতে বলেছেন যে, আমরা ইসরাইলি রাষ্ট্র বয়কটের আহ্বান জানাচ্ছি। তারা(ইহুদীরা) বর্তমানে আলআকসা মসজিদ নিজেদের দখলে নিয়ে রেখেছে, সিরিয়ার গোলান উপত্যকায় আমাদের ভাইবোনদের ওপর হামলা চালাচ্ছে, ফিলিস্তিনিদের জমি ও বাড়িঘর ধ্বংস করা হয়েছে।

huy

বিবৃতিতে আরো বলা হয় যে, যারা দখলদারদের পণ্য ক্রয় করে বা বাজারজাত করে তারা একই অপরাধে পাপি হিসেবে স্বীকৃত।  

‘সব অধিকৃত অঞ্চল মুক্ত না করে দেওয়া পর্যন্ত আমরা সব মুসলিমদের প্রতি আহ্বান জানাচ্ছি অর্থনৈতিকভাবে ইসরাইলকে বয়কট করতে’।  

প্রসঙ্গত, মিসর ও জর্ডান ইতোমধ্যেই ইসরাইলকে(ইহুদিদেরকে) স্বীকৃতি প্রদান করেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো এ আরব দেশগুলো ২০২০ সালে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি স্বাক্ষর করেছে। 

সূত্রে : ইয়েনি শাফাক

ইসরাইলের উৎপন্ন এসব পণ্য ক্রয়ে আমরা যে পরিমাণ অর্থ খরচ করি তা ইসরায়েলকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। নিচে কয়েকটি ইসরাইলি পণ্যের নাম উল্লেখ করা হলো:-

ইসরাইলের উৎপন্ন পণ্য

১. কোকাকোলা (Coca Cola)

২. সেভেন আপ (Seven Up)

৩. পেপসি (Pepsi)

৪. স্প্রাইট (Sprite)

৫. ডিজনি (Disney)

৬. ডিও মাউন্টেইন

৭. মিরিন্ডা

৮. জর্জিও আরমানি (Georgio Armani)

৯. হিউগো বস (Hugo Boss)

১০. ম্যাগী (Maggi-নেসলে গ্রুপের পণ্য)

১১.নেসলে (Nestle)

১২. সেরিলাক (Cerlac-নেসলে গ্রুপের পণ্য)

১৩. আম্বি পুর (Ambi Pur)

১৪. টমি হিলফিগার (Tommy Hilfiger)

১৫. হাগিস (Hugies)

১৬. রেভলন (revlon)

১৭. জনসন এন্ড জনসন (Johnson andJohnson)

১৮. মটোরোলা (Motorola)

১৯. আইবিএম (IBM-Internatio nal

Business Machine)

২০. কিটক্যাট (Kit Kat)

কয়েকটি মিডিয়া গ্রুপ—

১.স্টার গ্রুপ (Star Plus,Star

জলসা ইত্যাদি…হোল্ড

িং কোম্পানী ইসরায়েলী)

২. ২০থ সেঞ্চুরী ফক্স (20th Century Fox)

৩. সিএনএন (CNN)

৪. ন্যাশনাল জিওগ্রাফিক (National

Geographic)

৫. টাইমস (Times)

যেহেতু সকল পণ্য বিক্রি করা অর্থ দিয়েই ইসরাইল নিজেকে রক্ষা করে যাচ্ছে, অর্থাৎ এই সকল পণ্য ক্রয় করে নিজের অজান্তেই আমরা তাদের পাপের অংশীদার হচ্ছি। সুতরাং এর পরবর্তী হতে আমরা এ সকল পণ্য ব্যবহার করা হতে বিরত থাকবো। 

আরওঃ

পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন

বাইক নিয়ে স্ট্যাটাস ক্যাপশন উক্তি।

মাহামুদুল হাসান আদর্শ কলেজ।

টাঙ্গাইল জেলার সেরা ২ টি দর্শনীয় স্থান।

গ্রীন লাইন বাসের কাউন্টার নম্বর টিকিটের মূল্য ২০২৩ (Green Line)

Scroll to Top